Bangladesh

রোহিঙ্গাদের ঠেঙার চরে সরানোর প্রস্তাব ঢাকার

মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে পালিয়ে আসা চার লাখেরও বেশি রোহিঙ্গাদের একটি দ্বীপে স্থানান্তরের ব্যাপারে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাইল বাংলাদেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:১৪
Share:

প্রতীকী ছবি।

মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে পালিয়ে আসা চার লাখেরও বেশি রোহিঙ্গাদের একটি দ্বীপে স্থানান্তরের ব্যাপারে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাইল বাংলাদেশ।

Advertisement

রাষ্ট্রপুঞ্জ-সহ প্রায় ৬০টি দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনার কথা তুলে ধরেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলি।

রোহিঙ্গাদের হাতিয়া দ্বীপের কাছে ঠেঙামারা চরে স্থানান্তর করার কথা ভাবা হয়েছে। তার আগে সেখানে আবাসন, স্কুল বা রাস্তাঘাটের মতো অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরিতে সহযোগিতা চাওয়া হয়েছে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে অংশ নেওয়া প্রায় ষাট জন রাষ্ট্রদূত, হাইকমিশনার বা মিশন প্রধান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদেরকে জানানো হয়েছে। কক্সবাজার ও সংলগ্ন এলাকাগুলোয় রোহিঙ্গাদের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গিয়েছে এবং তাতে নানা রকম অসুবিধা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: শীত যায়নি, বাংলাদেশে আসছে শৈত্যপ্রবাহ

সেখানে আর নতুন করে আবাসনের ব্যবস্থা করা যাচ্ছে না। মানবিক সহায়তাও তাদের দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ঠেঙার চরে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়। বাংলাদেশ সরকারের এমন প্রস্তাবে ইতিবাচক ভূমিকা নিয়েছেন কূটনীতিকরা। কূটনীতিকদের তরফ থেকে এই স্থানান্তর প্রক্রিয়ায় সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রকের ওই সূত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন