International news

বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস

বাংলাদেশ সফরে আসছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। রবিবার আজারবাইজান থেকে প্যাপাল বিমানে (পোপের নিজস্ব বিমান) ইতালির রোমে ফেরার পথে পোপ এই পরিকল্পনার কথা জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ২২:২২
Share:

পোপ ফ্রান্সিস

বাংলাদেশ সফরে আসছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস।

Advertisement

রবিবার আজারবাইজান থেকে প্যাপাল বিমানে (পোপের নিজস্ব বিমান) ইতালির রোমে ফেরার পথে পোপ এই পরিকল্পনার কথা জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে পোপ ফ্রান্সিসের। এর মধ্যে একটি হল বাংলাদেশ। তবে আগামী বছরের কোন মাসে বা কবে তিনি আসবেন তা জানা যায়নি।

Advertisement

পোপ ফ্রান্সিস জানিয়েছেন, তাঁর আফ্রিকা, ভারত ও বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চলছে। আবহাওয়া, সময় ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে খুব তাড়াতাড়ি আগমনের তারিখ জানিয়ে দেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সফরের সময়সূচি নির্ধারিত না হলেও তিনি আগামী বছরের যে কোনও সময়ে বাংলাদেশ সফরে আসবেন, এটি নিশ্চিত।

পোপ ষোড়শ বেনেডিক্টের পর ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের পোপ হন ফ্রান্সিস। দায়িত্ব গ্রহণের পর পোপ এখনও পর্যন্ত ১৬টি দেশ ভ্রমণ করেছেন।

আরও পড়ুন : স্বামীর হাতে নির্যাতিতা বাংলাদেশের ৮০ শতাংশ মহিলা, দাবি রিপোর্টে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন