Vladimir Putin's India tour

পুতিনকে ছ’টি উপহার! অসমের চা, কাশ্মীরের জাফরানের সঙ্গে পশ্চিমবঙ্গের এক সামগ্রীও গেল রাশিয়ায়, কী বাছলেন মোদী

ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে দু’দিনের ভারত সফরে এসেছিলেন পুতিন। বৃহস্পতিবার রাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে নিজে তাঁকে স্বাগত জানাতে যান মোদী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৮:১৭
Share:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোট ছ’টি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ বিশেষ সামগ্রী রয়েছে। অসমের জগৎবিখ্যাত চা রুশ প্রেসিডেন্টকে উপহার দিয়েছেন মোদী। দিয়েছেন কাশ্মীরের বিখ্যাত সুগন্ধী মশলা জাফরান। তবে উপহারের সেই ঝুলিতে পশ্চিমবঙ্গও ছিল। পশ্চিমবঙ্গের এক বিশেষ সামগ্রী মোদী বেছে নিয়েছেন বন্ধু রাষ্ট্রনেতাকে উপহার হিসাবে দেওয়ার জন্য।

Advertisement

ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে দু’দিনের ভারত সফরে এসেছিলেন পুতিন। বৃহস্পতিবার রাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে নিজে তাঁকে স্বাগত জানাতে যান মোদী। ভারত ও রাশিয়ার সম্পর্কের ঘনিষ্ঠতার বার্তা সেখান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। পুতিনের হাতে মোদী তুলে দিয়েছেন গীতার একটি রাশিয়ান সংস্করণ। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তা এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। গীতা উপহারের কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছিলেন মোদী। বন্ধুর হাতে উপহার তুলে দেওয়ার মুহূর্তের ছবিও পোস্ট করেছিলেন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, পুতিনকে একটি রুপোর টি-সেট উপহার দিয়েছেন মোদী। তা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার। রুপোর উপর বিশেষ কারুকাজ করা ওই টি-সেটে চায়ের পেয়ালা, কেট্‌লি এবং কয়েকটি পাত্র রয়েছে, যা চায়ের আসরে প্রয়োজন। পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই উপহারে।

Advertisement

এ ছাড়া, পুতিনকে একটি রুপোর ঘোড়া দিয়েছেন মোদী। তা মহারাষ্ট্রের। উত্তরপ্রদেশের আগরায় তৈরি একটি মার্বেল পাথরের দাবার সেটও দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের শুরুর দিকেই (মার্চ-এপ্রিল মাসে) অসম এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে। পুতিনের জন্য উপহার বাছাইয়ের নেপথ্যে তার প্রভাব থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

ভারত এবং রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকার চাপ সত্ত্বেও ভারত পিছিয়ে আসেনি। রাশিয়ার সঙ্গে বাণিজ্যনীতিতে পরিবর্তন করা হয়নি। দিল্লি থেকেও তা নিয়ে বার্তা দিয়েছেন পুুতিন। প্রশ্ন তুলেছেন, আমেরিকা নিজেই যদি রাশিয়ার তেল কিনতে পারে, তবে ভারতের বাধা কোথায়? পুতিনের এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement