চট্টগ্রামে ডি-লিট নেবেন প্রণব

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা জানিয়েছেন, সোমবার সিন্ডিকেটের সভায় ‘সামাজিক অবদানের জন্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ প্রণববাবুকে এই ডিগ্রি দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০৪:৫৫
Share:

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সম্মানসূচক ডি-লিট দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Advertisement

আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে প্রণববাবুর হাতে এই ডিগ্রি তুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা জানিয়েছেন, সোমবার সিন্ডিকেটের সভায় ‘সামাজিক অবদানের জন্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ প্রণববাবুকে এই ডিগ্রি দেওয়া হবে। চট্টগ্রামে এসে মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান রাউজানে তাঁর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন বলেও জানিয়েছেন প্রণববাবু। যাবেন পাহাড়তলিতেও।

আগামী মঙ্গলবার সন্ধ্যায় একটি পাঁচতারা হোটেলে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সেই সময়ে প্রণববাবুর হাতে নগরের স্মারক চাবি তুলে দিতে চান চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement