christmas makeup

বড়দিনের পার্টিতে ঝলমলে সাজের সঙ্গী হোক ঝলমলে মেকআপ! কী ভাবে সাজলে চোখে পরবেন?

পোশাক তো বেছে নিয়েছেন। কিন্তু মেক আপ কেমন ভাবে করবেন। বড়দিনে চারপাশে আলোর মেলা। উজ্জ্বল রঙের ছড়াছড়ি। তার মধ্যে নিজেকে আলাদা করতে হলে মেক আপেও দরকার বাড়তি কিছু। বড়দিনের মেক আপ কেমন হলে দেখতে ভাল লাগবে? কী ভাবেই বা আলাদা হবেন ভিড়ের মধ্যে? জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২০:৪১
Share:

ছবি : সংগৃহীত।

পোশাক তো বেছে নিয়েছেন। কিন্তু মেক আপ কেমন ভাবে করবেন। বড়দিনে চারপাশে আলোর মেলা। উজ্জ্বল রঙের ছড়াছড়ি। তার মধ্যে নিজেকে আলাদা করতে হলে মেক আপেও দরকার বাড়তি কিছু। বড়দিনের মেক আপ কেমন হলে দেখতে ভাল লাগবে? কী ভাবেই বা আলাদা হবেন ভিড়ের মধ্যে? জেনে নিন।

Advertisement

১. মেটালিক বা গ্লিটার আই মেকআপ

ক্রিসমাসের ঝলমলে আলোর পরিবেশে চোখে পড়তে হলে চোখে থাকুক মেটালিক শেড। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে গোল্ডেন, রোজ গোল্ড বা সিলভার শিমার ব্যবহার করুন। অথবা সবুজ এবং নীল রঙের গ্লিটারি আইলাইনারও ব্যবহার করতে পারেন। চোখের পাতায় লিকুইড গ্লিটার বা শিমার আইশ্যাডো লাগান। চোখের কোণে সামান্য হাইলাইটার দিন যাতে চোখ বড় দেখায়। সাথে উইংড আইলাইনার এবং ঘন মাশকারা আপনার লুকে আভিজাত্য আনবে।

Advertisement

২. বোল্ড লিপস ও গ্লোয়ি স্কিন

যদি চোখের মেকআপ নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা কর রাখতে চান, তবে ঠোঁটে গাঢ় রঙ লাগান। শীতে ম্যাট লিপস্টিকের বদলে স্যাটিন বা গ্লসি ফিনিশ বেশি ভালো লাগে। বারগান্ডি, প্লাম বা কফি রঙের বোল্ড লিপস্টিক পরুন। এর সাথে ত্বকে ‘ডিউই’ বা গ্লোয়ি ভাব রাখতে ইলুমিনেটর ব্যবহার করুন। গালে হালকা ব্লাশঅন এবং গালে ও নাকের ডগায় হাইলাইটার ব্যবহার করলে ভিড়ের মাঝেও উজ্জ্বল দেখাবে।

৩. স্মোকি আইজ ও নিউড লিপস

যারা একটু বোল্ড এবং গর্জাস লুক পছন্দ করেন, তাদের জন্য স্মোকি আইজ চিরকালই সেরা। বিশেষ করে ডিনার পার্টি বা রাতের অনুষ্ঠানের জন্য উপযুক্ত। এর জন্য কালো বা গাঢ় বাদামী আইশ্যাডো ব্যবহার করুন। তবে স্মোকি আই করলে খেয়াল রাখবেন, ঠোঁটে মেক আপ যেন হালকা হয়। 'নিউড' শেডের লিপস্টিক ব্যবহার করুন। এতে আপনার মেকআপের ভারসাম্য বজায় থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement