বাংলাদেশে ৯/১১-র ছক ভেস্তে দিল গোয়েন্দারা

গত ৪ ও ৫ সেপ্টেম্বর মিরপুরের বর্ধনবাড়ি এলাকার একটি বাড়িতে টানা দু’দিন ধরে অভিযান চালায় র‌্যাব।

Advertisement

কুদ্দুস আফ্রাদ

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ০২:৫৩
Share:

—ফাইল চিত্র।

বাংলাদেশের মাটিতে ৯/১১-র ধাঁচে ছিনতাই করা বিমান নিয়ে বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দিলেন গোয়েন্দারা। সোমবার গভীর রাতে মিরপুরের বর্ধনবাড়ি থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর গোয়েন্দারা সাব্বির আমাম নামে বাংলাদেশ বিমানের এক পাইলট-সহ ৪ জনকে গ্রেফতার করেন। গোয়েন্দাদের দাবি, বাংলাদেশ বিমানের একটি বিমান ছিনতাই করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন-সহ নানা জায়গায় বোমা ফেলার পরিকল্পনা করেছিল সাব্বির ও তার সহযোগীরা। হামলা চালাতে ব্যর্থ হলে ওই বিমান নিয়ে মধ্যপ্রাচ্যের কোনও দেশে পালানোর পরিকল্পনাও ছিল তাদের।

Advertisement

আরও পড়ুন:বিজেপির বিরুদ্ধে নয়া অস্ত্র শিশুমৃত্যু

গত ৪ ও ৫ সেপ্টেম্বর মিরপুরের বর্ধনবাড়ি এলাকার একটি বাড়িতে টানা দু’দিন ধরে অভিযান চালায় র‌্যাব। সেখানেই দুই সহযোগীকে নিয়ে সপরিবার থাকত জেএমবি জঙ্গি আব্দুল্লা। অভিযানের দ্বিতীয় দিনে তারা আত্মঘাতী হয়। সে সময় র‌্যাব জানিয়েছিল, বাড়ির মালিকের ছেলে বিমানের ফার্স্ট অফিসার পদে কর্মরত। পরে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, বিমানের ওই অফিসারের মাধ্যমেই আবদুল্লাকে ভাড়াটে হিসেবে আনা হয়েছিল এবং সেখানেই বোমা বানানোর কারখানা গড়তে তাদের সাহায্য করা হয়েছিল।

Advertisement

র‌্যাব-এর দাবি, ধৃত পাইলটের সহযোগী হিসেবে আরও যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে সাব্বিরের মা সুলতানা পারভিন, এক ভাই আরিফুর রহমান আসিফ ছাড়াও স্থানীয় এক চা দোকানি আছে। সাব্বিরের বাবাকে ৫ সেপ্টেম্বরেই আটক করেছিল র‌্যাব। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ধৃতরা সকলেই নব্য জেএমবি-র সদস্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement