গ্রেনেডে জখম র‌্যাব-কর্তার মৃত্যু, অভিযান চলছে

জঙ্গিদের বিরুদ্ধে একের পর এক অভিযান চলার মধ্যেই বড় ধাক্কা খেল বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। দিন কয়েক আগে সিলেটে অভিযানের সময়ে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে গুরুতর জখম হয়েছিলেন পুলিশের বিশেষ শাখা র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব‌্যাটেলিয়ন)-এর গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:০৩
Share:

জঙ্গিদের বিরুদ্ধে একের পর এক অভিযান চলার মধ্যেই বড় ধাক্কা খেল বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। দিন কয়েক আগে সিলেটে অভিযানের সময়ে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে গুরুতর জখম হয়েছিলেন পুলিশের বিশেষ শাখা র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব‌্যাটেলিয়ন)-এর গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদ। কাল মধ্যরাতে তিনি মারা গিয়েছেন।

Advertisement

জঙ্গিদের ওপর নজরদারিতে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব-এর গোয়েন্দা বিভাগের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা বরাবরই রয়েছে। একের পর এক জঙ্গি ডেরা খুঁজে বার করার কাজে সফল এই বিভাগের প্রধান আবুল কালাম আজাদ ও তাঁর দলবল। সেনা বাহিনী থেকে র‌্যাব-এ বদলি হয়ে এসেছিলেন এই লেফটেন্যান্ট কর্নেল। সেখান থেকে বিজিবি-তে বদলির নির্দেশও তৈরি হয়ে গিয়েছিল আজাদের। কিন্তু নতুন দায়িত্বে আর যোগ দেওয়া হল না তাঁর। সিলেটে জঙ্গিদের ছোড়া গ্রেনেডের একটি সপ্লিন্টার তাঁর মস্তিষ্কে বিঁধে যাওয়ার পরে আজাদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনও লাভ হয়নি।

এর মধ্যে কুমিল্লার কোটবাড়ি এবং মৌলভিবাজারের বড়হাটে দ্বিতীয় জঙ্গি ডেরাটিতে পুলিশ, র‌্যাব ও বিশেষ সোয়াট বাহিনীর অভিযান শুক্রবার রাতেও শেষ হয়নি। তিন দিন ধরে ঘিরে থাকা কুমিল্লার ডেরাটিতে অভিযান শুরুর পরে কোনও বাসিন্দাকে পায়নি পুলিশ। তবে মিলেছে বিপুল বিস্ফোরক। পুলিশ জানিয়েছে, ৫ কেজি করে বিস্ফোরক ভরা দু’টি বিরাট বোমা এবং অজস্র গ্রেনেড ছাড়া কয়েকটি সুইসাইড জ্যাকেটও মিলেছে কুমিল্লায় জঙ্গিদের ডেরাটি থেকে।

Advertisement

মৌলভিবাজারের একটি ডেরায় বুধবার অভিযান শুরুর পরে জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিয়েছিল। বড়হাটের দ্বিতীয় ডেরাটিতে শুক্রবার থেকে অভিযান শুরুর পরে বাড়িটির ভেতর থেকে দফায় দফায় গুলি ও গ্রেনেড ছোড়া হয়। কয়েকটি বড় বিস্ফোরণের শব্দও শোনা যায়। বিকেলে বৃষ্টি নামলে অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। জঙ্গি-দমন শাখার প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, বিপুল বিস্ফোরক ওই জঙ্গি ডেরায় মজুত থাকায় অভিযান শেষ করতে সময় লেগে যেতে পারে। বোমা বানাতে পারদর্শী এক জঙ্গি নেতা এই ডেরায় রয়েছে বলে পুলিশের ধারণা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement