Alapan

নয়া অ্যাপ ‘আলাপন’-এর উদ্বোধন করলেন হাসিনা

অ্যাপের নাম ‘আলাপন’। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা নিজেদের মধ্যে যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ নথির আদানপ্রদান করতে ওই অ্যাপ ব্যবহার করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৮
Share:

‘আলাপন’-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।-নিজস্ব চিত্র।

অ্যাপের নাম ‘আলাপন’। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা নিজেদের মধ্যে যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ নথির আদানপ্রদান করতে ওই অ্যাপ ব্যবহার করবেন। সোমবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠকের আগে ‘আলাপন’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমস্ত গোপনীয়তাই ওই অ্যাপে বজায় রাখা হয়েছে।

Advertisement

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই অ্যাপ নিয়ে আনন্দবাজারকে বলেন, ‘‘১৪ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর মধ্যে যোগাযোগের নতুন মাত্রা যোগ করল আলাপন। হোয়াটস্অ্যাপ বা ভাইবারের মতোই এটি কাজ করবে। সম্পূর্ণ দেশীয় অ্যাপ এটি। তথ্যভাণ্ডারের নিরাপত্তা এই অ্যাপে কোনও ভাবেই বিঘ্নিত হবে না।’’

এই অ্যাপের মাধ্যমে সহজেই সরকারের নানা নির্দেশ এবং ঘোষণা প্রত্যন্ত এলাকার কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যাবে। কথা বলার পাশাপাশি আলাপন অ্যাপে বার্তাও আদান-প্রদান করা যাবে। এ ছাড়া ইন্সট্যান্ট মেসেজিং এবং নথি আদানপ্রদানের সুযোগও পাবেন সরকারি কর্মকর্তারা। সেইসঙ্গে সরকারি কর্মকর্তাদের অবস্থানও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এর আগে চলতি বছরের জুন মাসে এই অ্যাপ নিয়ে মন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, ‘আলাপন’ নামে বাংলাদেশের নিজস্ব একটি ইন্সট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপ চালু করা হবে।

Advertisement

বাংলাদেশের নিজস্ব মেসেজিং অ্যাপ ‘আলাপন’ শুধুমাত্র সরকারি কর্মীদের জন্যই। তারা তাদের নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও পে-স্কেলে ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এই ধরনের অন্য অ্যাপস-এর চেয়ে ‘আলাপন’-এ কম ব্যান্ডউইডথ, কম চার্জ ও কম স্পেসের প্রয়োজন হবে। আলাপন ব্যবহারে ইন্টারনেট সংযোগ ছাড়া অন্য কোনও খরচ না হওয়ায় সরকারের অর্থ সাশ্রয়ও হবে।

আরও পড়ুন: জেএমবি-র ৪ আত্মঘাতী মহিলা জঙ্গি গ্রেফতার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন