—প্রতীকী চিত্র।
মাদক পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল ছাত্র নেতা। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার মাদকও। বৃহস্পতিবার দার্জিলিঙের খড়িবাড়ির পানিট্যাঙ্কি উড়ালপুলের ঘটনা। ধৃতের নাম সুরজিৎ সাহা।
খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে খবর, মাদক হাতবদল করার জন্য উড়ালপুলে অপেক্ষা করছিলেন সুরজিৎ। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে আটক করে এসএসবি। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসএসবির অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গিয়েছে, ১০২ গ্রাম মরফিন উদ্ধার করেছে এসএসবি। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।
অভিযোগ, পড়াশোনার পাট চুকলেও নকশালবাড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন সুরজিৎ। তাঁর সমাজমাধ্যমে পাতায় রয়েছে শাসকদলের একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার ছবিও।
এই প্রসঙ্গে দার্জিলিঙ জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ বলেন, ‘‘বিষয়টি জানা নেই। অবশ্যই খতিয়ে দেখা হবে। প্রশাসন নিজের পথে উপযুক্ত ব্যবস্থা নেবে।’’