International

সাকিবকে হোটেলে নামিয়ে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, মৃত এক

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারে ভেঙে পড়ল হেলিকপ্টার। আজ, শুক্রবার, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ এউ দুর্ঘটনা ঘটেছে। অন্তত একজনের মৃত্যু হয়েছে এতে। আহত হয়েছেন চারজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৩
Share:

ভেঙে পড়া সেই কপ্টার। ছবি বাংলা ট্রিবিউনের সৌজন্যে।

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারে ভেঙে পড়ল হেলিকপ্টার। আজ, শুক্রবার, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ এউ দুর্ঘটনা ঘটেছে। অন্তত একজনের মৃত্যু হয়েছে এতে। আহত হয়েছেন চারজন।

Advertisement

একটি বিজ্ঞাপনী শুটিং-এর কাজে সাকিব এখন কক্সবাজারে আছেন। আজ সকালে তাঁকে ইনানির একটি হোটেলে পৌঁছে দেয় বেসরকারি হেলিকপ্টারটি। কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, ইনানির হোটেলে সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ঘটনায় পাইলট-সহ পাঁচজন আহত হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। তাঁদের একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মৃত ব্যক্তি শাহ আলম সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থার একজন কর্মী। গুরুতর জখম হয়েছেন হেলিকপ্টারের পাইলট শফিকুল ইসলামও।

উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনাস্থলে যান। তিনি জানান, যান্ত্রিক বিপর্যয়েই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান।

Advertisement

আরও পড়ুন:
পায়রা বন্দর দিয়েই উন্নয়নের ঢেউ আসছে পিছিয়ে থাকা দক্ষিণ বাংলাদেশে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement