Bnagaldesh News

এ বার ঢাকাতেও চালু উবের, ট্যাক্সি হাজির স্মার্টফোনের ডাকে

মোবাইলের এক ডাকেই বাড়ির দোরগোড়ায় এসে হাজির ট্যাক্সি। গত ছ’বছর ধরে ৭৪ দেশের সাড়ে চারশো শহর ঘুরে এ বার উবের হাজির বাংলাদেশে। মঙ্গলবার থেকে ঢাকায় পরিষেবা চালু করছে সংস্থা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ১৪:২৪
Share:

মোবাইলের এক ডাকেই বাড়ির দোরগোড়ায় এসে হাজির ট্যাক্সি। গত ছ’বছর ধরে ৭৪ দেশের সাড়ে চারশো শহর ঘুরে এ বার উবের হাজির বাংলাদেশে। মঙ্গলবার থেকে ঢাকায় পরিষেবা চালু করছে সংস্থা।

Advertisement

উবেরের ট্যাক্সিতে চড়তে অবশ্যই স্মার্টফোনে সংস্থার অ্যাপ ডাইনলোড করতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, টেলিকম ক্ষেত্রে বাংলাদেশের সামনের সারির সংস্থা গ্রামীণফোনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। বাংলাদেশে থ্রি-জি নেটওয়ার্ক পরিষেবায় যারা মার্কেট লিডার।

আইটিসি ডিভিশনের মন্ত্রী জুনেইদ আহমেদ পলক জানিয়েছেন, ডিজিটাল দুনিয়ায় ‘স্মার্ট’ হওয়ার দিকে আরও এক ধাপ এগোল বাংলাদেশ। তিনি বলেন, “বাংলাদেশের কয়েকটি শহর ডিজিটাল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। আর স্মার্ট সিটি গড়ার জন্য ঢাকায় উবেরের উপস্থিতি আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।” বাংলাদেশের অর্থনীতিতেও এর সদর্থক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। প্রায় একই সুর শোনা গেল উবের ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট অমিত জৈনের কণ্ঠেও। তিনি বলেন, “দূষণ ও যানজট কমিয়ে শহরের যাত্রীদের কাছে পৌঁছনোই আমাদের উদ্দেশ্য। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে ঢাকায় আসতে পেরে আমরা উচ্ছ্বসিত।”

Advertisement

উবের ট্যাক্সিতে চড়তে কী করতে হবে

• গুগ্‌ল প্লে বা অ্যাপল স্টোর থেকে উবেরের ফ্রি অ্যাপটি ডাউনলোড করে নিন।

• মোবাইল নম্বর বা ইমেল দিয়ে রেজিস্টার করুন।

• অ্যাপের মাধ্যমেই আপনার গন্তব্যস্থল জানিয়ে অনুরোধ পাঠান।

• উবের ট্যাক্সি হাজির হবে আপনার নির্ধারিত জায়গায়।

• গন্তব্যের শেষে ক্যাশে পেমেন্ট করুন।

আরও পড়ুন

চার মাস ধরে নিখোঁজ এই মেয়ে কি অপরাধচক্রের কবলে পড়ল?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন