Bnagladesh News

‘আত্মসমর্পণ করুন, স্বাভাবিক জীবনে ফিরে আসুন’: র‍্যাব ডিজি

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে জঙ্গিদের প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৬ ২৩:৩৯
Share:

বাংলাদেশের র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে জঙ্গিদের প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ। শনিবার রাতে ঢাকার পাশেই নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পুজোমণ্ডপে সর্বজনীন ১৩৪তম দুর্গোৎসব পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‍্যাব) মহাপরিচালক বলেন, “স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতিতে আত্মসমর্পণ করলে জঙ্গিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। জঙ্গিরা এ দেশের কোনও ক্ষতি করতে পারবে না। ইঁদুরের গর্তে ধোঁয়া দিয়ে জঙ্গিদের বের করে এনে নিশ্চিহ্ন করা হবে।”

Advertisement

তিনি আরও বলেন, “বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু নয়, জঙ্গি ও অপরাধীরাই সংখ্যালঘু। জঙ্গিরা কোনও দিনই সফল হবে না। জনগণের শক্তির কাছে তারা পরাজিত হবেই। যারা জঙ্গিবাদের পথে গেছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারেরও দায়িত্ব রয়েছে। সুস্থধারায় তারা ফিরে এলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

বেনজির আশ্বাস দিয়েছেন, “আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। আত্মসমর্পণ না করলে তোমাদের অন্য রকম পরিণতি হবে।” পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, “শনিবার বিভিন্ন স্থানে জঙ্গিদের নিহত হবার ঘটনা একটি ম্যাসেজ। যদি তোমরা ফিরে না আস তোমাদের অবস্থাও এমন হবে।”

Advertisement

পুজোমণ্ডপ পরিদর্শনের সময় র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মইনুল হক, র‌্যাব-১১-এর সিও কামরুল হাসান, আমলাপাড়া পুজো উদ্‌যাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শঙ্কর সাহা-সহ আরও অনেকে।

আরও পড়ুন

বাংলাদেশে ৩ জঙ্গি ডেরায় হানা, হত ১১

এই পুজোয় মা নেই...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন