খালেদার মামলা চলবে

৭২ বছরের ওই বিএনপি নেত্রী ও তাঁর ছোট ছেলে আবেক রহমান-সহ মোট ১১ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ওই মামলা দায়ের করেছিল দুর্নীতি-দমন কমিশন। অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী থাকাকালীন টেন্ডার এড়িয়ে একটি বেসরকারি সংস্থাকে ঢাকা ও চট্টগ্রামে কাজের বরাত পাইয়ে দেওয়ায় সরকারি কোষাগারের হাজার কোটি টাকা লোকসান হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ০৩:৫২
Share:

ছবি: সংগৃহীত

হাজার কোটি টাকার ‘গ্যাটকো’ দুর্নীতির মামলা বন্ধের আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবার ওই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্টের আপিল আদালত।

Advertisement

৭২ বছরের ওই বিএনপি নেত্রী ও তাঁর ছোট ছেলে আবেক রহমান-সহ মোট ১১ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ওই মামলা দায়ের করেছিল দুর্নীতি-দমন কমিশন। অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী থাকাকালীন টেন্ডার এড়িয়ে একটি বেসরকারি সংস্থাকে ঢাকা ও চট্টগ্রামে কাজের বরাত পাইয়ে দেওয়ায় সরকারি কোষাগারের হাজার কোটি টাকা লোকসান হয়েছে।

তার পরিপ্রেক্ষিতেই খালেদা ও বাকিদের বিরুদ্ধে ওই দুর্নীতি মামলা দায়ের করে কমিশন। ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হচ্ছে, এই দাবিতে মামলা বন্ধের আর্জি নিয়ে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন খালেদা। সেখানে আর্জি খারিজ হয়ে যাওয়ায় সর্বোচ্চ আদালতে যান তিনি। এ দিন প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের ডিভিশন বেঞ্চ মামলা বন্ধের আর্জি খারিজ করে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন