ইসলামে সন্ত্রাসের স্থান নেই, ফতোয়া দিলেন লক্ষাধিক ধর্মগুরু

ইসলাম ধর্মে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। যাঁরা ধর্মের নামে সন্ত্রাসবাদের পক্ষে দাঁড়িয়েছেন স্বর্গে ঠাঁই হবে না তাঁদের। কারণ ইসলাম ধর্মে নিরীহদের হত্যা নিষিদ্ধ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ২১:১৮
Share:

ইসলাম ধর্মে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। যাঁরা ধর্মের নামে সন্ত্রাসবাদের পক্ষে দাঁড়িয়েছেন বেহেশতেও ঠাঁই হবে না তাঁদের। কারণ ইসলাম ধর্মে নিরীহদের হত্যা নিষিদ্ধ।

Advertisement

আজ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রকাশিত এক ফতোয়ায় এই ঘোষণা করেছেন বাংলাদেশের লক্ষাধিক মুসলিম ধর্মগুরু। ৩২ পৃষ্ঠার ওই ফতোয়া প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা নামে একটি সংগঠন। দেশের এক লক্ষেরও বেশি আলেম, মুফতি এবং ইমামের সই রয়েছে এই ফতোয়ায়।

ওই সংগঠন জানিয়েছে, পবিত্র কোরান সব সময়ই সন্ত্রাসের বিরুদ্ধে। ইসলাম ধর্মের নামে যাঁরা দেশে সন্ত্রাস সৃষ্টি করছে, তাঁরা শাস্তি পাবেন। কারণ ইসলাম ধর্ম কোনও বৃদ্ধ, মহিলা, শিশু, ধর্মীয় গুরু এবং অমুসলিমদের হত্যার বিরুদ্ধে। ইসলামে আত্মঘাতী হামলাও অবৈধ।

Advertisement

এ দিন সকালে ঢাকায় রিপোর্টারস‌্ ইউনিট মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এই ফতোয়া প্রকাশ করা হয়। বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরিদুদ্দিন মাসুদ জানান, মাস খানেক ধরেই আলেমদের সই সংগ্রহ চলছিল। গত ১৭ ডিসেম্বর একটি সভায় ফতোয়া জারি করে সন্ত্রাস আটকানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

কিন্তু ফতোয়া কি সন্ত্রাস রোধ করা যাবে? ফরিদুদ্দিনের বক্তব্য, ‘‘অস্ত্রের চেয়ে ফতোয়ার শক্তি অনেক বেশি। মানুষের মনে চেতনা আনাটাই আমাদের লক্ষ্য। চেতনার উদয় হবেই।’’

তবে রাস্তাটা খুব একটা সহজ ছিল না। স্বাক্ষর অভিযানে নামতে গিয়ে অনেক বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। পড়তে হয়েছে অনেক সমালোচনার মুখেও, জানান ফরিদুদ্দিন।

তথ্য এবং ছবি সৌজন্য: বাংলা ট্রিবিউন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement