ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলার সম্প্রচার বাংলাদেশে বন্ধ হবে কি না, তা জানা যাবে ২৯ জানুয়ারি। ওই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের আর্জি জানিয়ে করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে বুধবার। ঢাকা আদালত জানিয়েছে, মামলার রায় দেওয়া হবে ২৯ জানুয়ারি। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ বুধবার রায়দানের জন্য ওই দিন ধার্য করেছেন।
যিনি রিট আবেদনটি করেছিলেন, সেই আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া বলেছেন, ‘আজ নিয়ে পাঁচ দিন শুনানি হলো রিটটির। ২৯ জানুয়ারি রায় দেবে আদালত।’’
আরও পড়ুন- ২৫তম স্ত্রীর অভিযোগে ২৭তম স্ত্রীর বাড়ি থেকে ধৃত ২৮ বিবির মিঞা
২০১৪ সালের ১৯ অক্টোবর একটি রিট আবেদনের শুনানি শেষে ভারতের এই তিনটি টিভি চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। ওই সময় বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ ওই রুল দিয়েছিলেন।
রুলে তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের জবাবদিহি চাওয়া হয়।