Sheikh Hasina

‘মমতাকে বলে এসেছি, অন্য কিছু নয় তিস্তার জলই আমাদের চাই’

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিকল্প প্রস্তাব দিয়েছিলেন। তিস্তার জলের বদলে তোর্সার কথা বলেছিলেন। কিন্তু, মমতার সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে পাল্টা বিকল্পের বার্তাই তাঁকে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ২০:০৪
Share:

শেখ হাসিনা। ছবি সংগৃহীত।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিকল্প প্রস্তাব দিয়েছিলেন। তিস্তার জলের বদলে তোর্সার কথা বলেছিলেন। কিন্তু, মমতার সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে পাল্টা বিকল্পের বার্তাই তাঁকে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন তিনি।

Advertisement

এ বারে হাসিনার ভারত সফরের সময় মমতার সঙ্গে দিল্লিতে বৈঠক হয় তাঁর। সেখানে তিস্তার জল বন্টন নিয়ে কথা প্রসঙ্গে মমতা তাঁকে তিস্তার বদলে বিকল্প এক প্রস্তাব দেন। তিনি বলেন, ‘‘আপনার তো জল দরকার। তোর্সা ও আরও যে দু’টি নদী উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে গিয়েছে, তার জলের ভাগ ঠিক করতে দু’দেশ কমিটি গড়ুক। শুকনো তিস্তার জল দেওয়াটা সত্যিই সমস্যার।’’ কিন্তু এ দিন হাসিনা বলেন, ‘‘‘আমিও তাঁকে বিকল্প প্রস্তাব দিয়েছি। বলেছি, অন্য নদীগুলোর জল আপনারা নিয়ে তিস্তার জল আমাদের দিন।’’

আরও খবর
‘পতা নেহি দিদিমণি ক্যায়া করেগা! পানি মাঙ্গা, লেকিন ইলেকট্রিসিটি মিলা’

Advertisement

হাসিনা আরও বলেন, ‘‘মমতা ঢাকায় এসে বলেছিলেন, জল দেবেন। আমার এ বারের সফরেও তিনি জল না দেওয়ার কথা কিন্তু বলেননি। তবে, আশেপাশের কিছু নদীকে মিলিয়ে যৌথ সমীক্ষার কথা বলেছেন। অবশ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্পষ্ট ভাবে বলেছেন, তিস্তা চুক্তি হবেই। তিনি যখন বলেছেন, আমরা অপেক্ষা করতেই পারি।’’ তবে, তিস্তা চুক্তি যে হবেই সেই আত্মবিশ্বাস এ দিন হাসিনার কথাবার্তায় ধরা পড়েছে। পাশাপাশি তিস্তার জল যে ভারত আটকে রাখতে পারে না সেই ব্যাখ্যাও দিয়েছেন হাসিনা। তাঁর কথায়, ‘‘আমরা আছি ভাটিতে। আমাদের কাছে জল আসবেই। কেউ আটকে রাখতে পারবে না। বৃষ্টি বেশি হলে তো জল ছাড়তেই হবে। তখন সেটা আমাদের ধরে রাখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন