স্ত্রী অসুস্থ, ইংল্যান্ড থেকে ফিরলেন মোর্তাজা

দু’দিন হল সাসেক্স পৌঁছেছে বাংলাদেশ। কিন্তু অনুশীলন ক্যাম্প থেকে হঠাৎই ছুটি নিয়ে দেশে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁর স্ত্রী সুমনা হক সুমি অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ফিরতে হচ্ছে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ২১:৩২
Share:

দু’দিন হল সাসেক্স পৌঁছেছে বাংলাদেশ। কিন্তু অনুশীলন ক্যাম্প থেকে হঠাৎই ছুটি নিয়ে দেশে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁর স্ত্রী সুমনা হক সুমি অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ফিরতে হচ্ছে তাঁকে।

Advertisement

শনিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাশরাফির স্ত্রী সুমনা হক। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে শনিবারই দেশের উদ্দেশ্যে রওনা দেন মাশরাফি।

ঢাকায় পৌঁছনোর কথা ছিল রবিবার বিকেলেই। তবে ফ্লাইট দেরি করায় পিছিয়ে গিয়েছে ঢাকায় ফেরার সময়ও। মাশরাফি ফিরবেন রবিবার রাত ১১টার পর।

Advertisement

দুবাইয়ে ট্রানজিটের অপেক্ষার সময় মাশরাফি বলেন, “হুট করেই অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে নিতে হয়েছে মানে খুব সাধারণ অসুস্থতা হয়ত নয়। বাড়ি থেকে অবশ্য সবাই বলেছিল এখনই দেশে না ফিরে দু-একদিন দেখতে। খেলা থাকলে হয়ত দু’বার ভাবার অবকাশ থাকত। এখন ওর পাশে থাকাটা জরুরি।”

আরও পড়ুন: আক্রমণাত্মক ক্রিকেট দিয়েই কাল লঙ্কাজয় করতে চান মাশরাফি

মাশরাফিদের পারিবারিক আত্মীয় এক চিকিৎসকের তত্ত্বাবধানেই আপাতত রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসা হচ্ছে মাশরাফির স্ত্রীর।

ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করতে ২৬ এপ্রিল রাতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। সোমবার সাসেক্সে প্রথম অনুশীলন ম্যাচ ডিউক অব নরফোক একাদশের সঙ্গে। ৫ মে আরও একটি অনুশীলন ম্যাচ খেলে ৭ মে আয়ারল্যান্ড যাবে দল।

১২ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। তবে এক ম্যাচ সাসপেন্ড থাকায় সেই ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement