WPL 2026

মেয়েদের আইপিএলে টানা তৃতীয় ম্যাচ জিতে শীর্ষে স্মৃতির বেঙ্গালুরু, রিচা-রাধার ব্যাটিং, শ্রেয়াঙ্কার বোলিং জেতাল মন্ধানার দলকে

এ দিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত। প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও শুরুটা ভাল করতে পারেনি বেঙ্গালুরু। দ্রুত আউট হয়ে যান ওপেনার গ্রেস হ্যারিস (১৭) এবং অধিনায়ক স্মৃতি (৫)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০১:২০
Share:

ম্যাচ জিতে উচ্ছ্বাস বেঙ্গালুরুর। ছবি: পিটিআই।

মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার গুজরাত জায়ান্টসকে ১৫০ রানে অলআউট করল স্মৃতি মন্ধানার দল। আগের ম্যাচে উপি ওয়ারিয়র্জ়ের বিরুদ্ধে ১০ উইকেটে না-জেতার আক্ষেপ এই ম্যাচে পুষিয়ে নিলেন স্মৃতিরা। রাধা যাদব এবং শ্রেয়াঙ্কা পাতিল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন।

Advertisement

এ দিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত। প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও শুরুটা ভাল করতে পারেনি বেঙ্গালুরু। দ্রুত আউট হয়ে যান ওপেনার গ্রেস হ্যারিস (১৭) এবং অধিনায়ক স্মৃতি (৫)। ব্যর্থ হন দয়ালন হেমলতা (৪) এবং গৌতমী নায়েকও (৯)। এর পর একটি গুরত্বপূর্ণ জুটি হয় রাধা যাদব এবং রিচা ঘোষের। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ রান করেন রাধা। পাঁচ নম্বরে ব্যাট করতে এসে তিনি ৪৭ বলে ৬৬ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ৬টি চার এবং ৩টি ছক্কা। রিচার ব্যাট থেকে ২৮ বলে ৪৪ রানে আসে। ৪টি চার এবং ২টি ছক্কা হাঁকান তিনি। শেষের দিকে ১২ বলে দ্রুত ২৬ রান তুলে ১৮০ রানের দিকে দলকে নিয়ে যান নাদিন ডি ক্লার্ক। ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৮২ রান তোলে বেঙ্গালুরু।

গুজরাতের সফলতম বোলার সোফি ডিভাইন ৩১ রানে ৩ উইকেট নেন। ৪২ রানে ২ উইকেট কাশ্বী গৌতমের। ৪১ রানে ১ উইকেট রেণুকা সিংহ ঠাকুরের এবং ৩৫ রানে ১ উইকেট জর্জিয়া ওয়ারহামের।

Advertisement

১৮২ রানের জবাবে বেঙ্গালুরুর বোলারদের দাপটে ১৫০ রানে গুটিয়ে যায় গুজরাত। ৩২ রানে জেতেন স্মৃতিরা। বেঙ্গালুরুর সফলতম বোলার শ্রেয়াঙ্কা। তাঁর ঝুলিতে রয়েছে ৫টি উইকেট। বিনিময় ২৩ রান দেন তিনি। গুজরাতের সর্বোচ্চ রান করেন ভারতী ফুলমালি (৩৯)।

এই নিয়ে পর পর দু’টি ম্যাচ হারল অ্যাশলে গার্ডনারের গুজরাত। পর পর তিনটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement