NSHM Knowledge Campus

স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠিত কেরিয়ার গড়তে চান? আধুনিক পাঠ্যক্রমের মাধ্যমে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করুন

এই প্রতিষ্ঠানের স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সগুলি তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের কথা ভেবে যাতে তারা আধুনিক স্বাস্থ্যসেবার সব থেকে চাহিদাসম্পন্ন ক্ষেত্রগুলিতে আকর্ষণীয় সুযোগ পায়।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৮
Share:

এনএসএইচএম’-এর শিক্ষার্থীরা। (সংগৃহীত চিত্র)

পূর্ব ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি ‘এনএসএইচএম ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস’, (NSHM) দুর্গাপুর। এখানে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় ভবিষ্যৎমুখী পাঠ্যক্রম এবং হাতে-কলমে শিক্ষাদানের মাধ্যমে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, শিল্পসম্মত কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সহানুভূতিশীল, দক্ষ এবং আত্মবিশ্বাসী করে তোলেন।

এই প্রতিষ্ঠানের স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সগুলি তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের কথা ভেবে যাতে তারা আধুনিক স্বাস্থ্যসেবার সব থেকে চাহিদাসম্পন্ন ক্ষেত্রগুলিতে আকর্ষণীয় সুযোগ পায়।

অপ্টোমেট্রি (বি.অপটম | এম.অপটম)

‘এনএসএইচএম’(NSHM)-এর অপ্টোমেট্রি কোর্স চোখের যত্নে এক সফল কেরিয়ারের দিশা দেখায়। উন্নত ডায়াগনসিস, ভিশন থেরাপি, কনট্যাক্ট লেন্স, লো ভিশন, এই সকল ক্ষেত্রে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাসী পেশাদার তৈরি করে।

কেরিয়ার বিকল্প: চোখের হাসপাতাল, অপটিক্যাল চেন, দৃষ্টি বিজ্ঞান গবেষণা এবং স্বাধীন প্র্যাক্টিস।

ডায়টেটিকস এবং নিউট্রিশন (বি.এসসি | এম.এসসি)

বর্তমান জীবনধারায় কাজের ব্যস্ততার সঙ্গে সঙ্গে সুস্থ জীবনশৈলী বজায় রাখা কঠিন হয়ে পরে। এই পরিপ্রেক্ষিতে পুষ্টিবিদের ভূমিকা অপরিহার্য্য। এই কোর্সটি বৈজ্ঞানিক জ্ঞান ও ক্লিনিক্যাল অভিজ্ঞতার সমন্বয়ে শিক্ষার্থীদের থেরাপিউটিক ডায়েট প্ল্যান তৈরিতে সহায়তা করে।

কেরিয়ার বিকল্প: হাসপাতাল, ওয়েলনেস ক্লিনিক, খেলাধূলা সম্পর্কিত পুষ্টিবিদ, জনস্বাস্থ্য ও খাদ্য শিল্প।

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (এমএলটি) (ইউজি/পিজি)

সঠিকভাবে রোগ নির্ণয় করা তখনই সম্ভব হয় যখন উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তি ও জিন থেরাপিতে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীরা প্যাথলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রিতে বিশেষ দক্ষতা অর্জন করে, যা আধুনিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করে তোলে।

কেরিয়ার বিকল্প: হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব, মলিকিউলার গবেষণা, জনস্বাস্থ্য, বায়োটেক এবং স্বাধীন প্র্যাকটিস।

রেডিওলোজি এবং ইমাজিং টেকনোলজি (আরআইটি) (ইউজি/পিজি)

রেডিওলজি ও ইমেজিং টেকনোলজি আধুনিক চিকিৎসার এক অবিচ্ছেদ্য অঙ্গ, যা নানান উন্নত ইমেজিং কৌশলের মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসায় সহায়তা করে। এই কোর্সে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড ও ইন্টারভেনশনাল রেডিওলজির মতো প্রযুক্তির ওপর জ্ঞান ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

কেরিয়ার বিকল্প: হাসপাতাল, ইমেজিং সেন্টার, গবেষণা, ইন্টারভেনশনাল রেডিওলজি এবং স্বাধীন প্র্যাকটিস।

ক্রিটিকাল কেয়ার টেকনোলজি (ইউজি)

ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি সময়মতো এবং নির্ভুলভাবে ভেন্টিলেটর পরিচালনা, রোগীর গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় লক্ষণ পর্যবেক্ষণ এবং জীবনরক্ষাকারী জটিল চিকিৎসা প্রক্রিয়ায় সহায়তা করে।

কেরিয়ার বিকল্প: আইসিইউ, জরুরি পরিষেবা, কার্ডিয়াক ইউনিট, ট্রমা সেন্টার এবং স্বাস্থ্যসেবা প্রযুক্তি।

সাইকোলজি (বি.এসসি | এম.এসসি)

মানব মন ও আচরণের জটিলতাকে জানার এক অসাধারণ সুযোগ করে দেয় এই পাঠ্যক্রম। কাউন্সেলিং টেকনিক, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট ও থেরাপিউটিক পদ্ধতিতে প্রশিক্ষিত হয়ে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য সমস্যার সঠিক মূল্যায়ন করতে এবং কার্যকর সমাধান দিতে সক্ষম হয়।

কেরিয়ার বিকল্প: ক্লিনিকাল ও কাউন্সেলিং প্র্যাকটিস, এইচআর, শিক্ষা, এনজিও এবং গবেষণা।

বিশদে জানতে যোগাযোগ করুন:

সিনিয়র ম্যানেজার, অ্যাডমিশন, লোপামুদ্রা সরকার: ৯৯৩৩০ ৪৯৪৪৮ (9933049448)

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘এনএসএইচএম’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন