‘রেশম শিল্পী’-র অভিনব উদ্যোগ ‘সাজঘর’
আলমারি খুললেই একঝলক ন্যাপথলিনের গন্ধ আর ভাঁজ করা তসরের স্মৃতি। কিংবা জানলার পাশে ওই বিশেষ আরামকেদারা, যেখানে পড়ন্ত বিকেলে রোদের আলো এসে পড়ে ঠিক আপনার প্রিয় বইটার উপরে। প্রতিদিনের এই বেঁচে থাকার মধ্যে কতই না ছোট ছোট ‘সাজঘর’ লুকিয়ে থাকে। কখনও তা সাজপোশাকের আভিজাত্যে, কখনও আবার ঘরের কোণের নিপুণ কারুকাজে। বাঙালির সেই চিরন্তন রুচি আর যাপনের অলিগলি ছুঁয়ে দেখতে এবার এক অভিনব উদ্যোগ নিল ‘রেশম শিল্পী’। শুরু হল এক বিশেষ উৎসব— ‘সাজঘর’।
সাজের আয়নায় নিজের গল্প
সাজ মানে তো কেবল প্রসাধন নয়, সাজ মানে একটা আত্মবিশ্বাস। আয়নার সামনে দাঁড়িয়ে টিপটা যখন ঠিক মাঝখানে বসে, কিংবা পাঞ্জাবির বোতামটা যখন আভিজাত্যের কথা বলে, তখন তৈরি হয় এক একটা নিজস্ব গল্প। রেশম শিল্পী বিশ্বাস করে, প্রতিটি মানুষের মধ্যেই একজন শিল্পী বাস করে। আর সেই শিল্প ধরা পড়ে তার দৈনন্দিন সাজে। আপনি নিজেকে কী ভাবে দেখতে ভালোবাসেন? শাড়ির কুঁচিতে লেগে থাকা আভিজাত্য নাকি ক্যাজ়ুয়াল পোশাকে আধুনিকতার ছোঁয়া— আপনার সেই ‘সিগনেচার লুক’ এবার পৌঁছে যেতে পারে হাজারো মানুষের কাছে।
অন্দরের ওই ‘কোজি কর্নার’
ব্যস্ত জীবনের শেষে সবাই ফিরে যায় নিজের আশ্রয়ে। আপনার সেই অন্দরমহলের কোনও একটা কোণ নিশ্চয়ই আপনার খুব প্রিয়? হয়তো সেখানে রাখা আছে মায়ের দেওয়া পুরনো কোনও ফুলদানি, কিংবা নিজের হাতে সাজানো একগুচ্ছ ইনডোর প্ল্যান্ট। আপনার সেই পছন্দের ‘কোজি কর্নার’টি আপনার মনের আয়না। ‘সাজঘর’ প্রতিযোগিতায় এবার জায়গা করে নেবে আপনার অন্দরসজ্জার সেই সৃজনশীলতাও।
থাকছে আকর্ষণীয় পুরস্কারের ঝুলি আর সন্দীপ্তার সঙ্গে দেখা করার সুযোগ
রেশম শিল্পী-র এই আয়োজন কেবল নামেই প্রতিযোগিতা নয়, বরং এটি এক বিরাট প্রাপ্তি। সেরা ১০ জন বিজয়ীর জন্য থাকছে রেশম শিল্পী-র পক্ষ থেকে বিশেষ আকর্ষণীয় উপহার। কিন্তু চমক এখানেই শেষ নয়! ২৮শে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আর সেই বিশেষ দিনে বিজয়ীরা সুযোগ পাবেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার এবং কথা বলার। সাজ আর আভিজাত্যের এই আঙিনায় সন্দীপ্তার উপস্থিতি নিশ্চিতভাবেই যোগ করবে এক ভিন্ন মাত্রা।
অংশ নেবেন কী ভাবে?
আপনার ঘরোয়া আড্ডার মেজাজ আর সাজের আভিজাত্যকে ‘রেশম শিল্পী’-র কাছে পৌঁছে দেওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। আপনি দু’ভাবে অংশ নিতে পারেন:
১. অনলাইন ফর্মের মাধ্যমে: নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপলোড করুন আপনার ছবি ও তথ্য।
https://forms.gle/fSMqYjxuUxQueXfa9
২. সোশ্যাল মিডিয়ার মাধ্যমে: আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের সেরা সাজের বা কোজি কর্নারের ছবি পোস্ট করুন। সঙ্গে অবশ্যই ব্যবহার করুন ‘রেশম শিল্পী’-র অফিশিয়াল হ্যাশট্যাগ #ReshamShilpiSaajghar। (মনে রাখবেন, পোস্টটি অবশ্যই 'পাবলিক' হতে হবে)।
আয়না আর অলিন্দ— দুই মিলিয়েই তো মানুষের পরিচয়। আপনার সেই যাপনের গল্প শুনতে মুখিয়ে আছে ‘রেশম শিল্পী’। আজই সামিল হোন ‘সাজঘর’-এর এই রঙিন সফরে। কে বলতে পারে, আগামী ২৮ জানুয়ারি হয়তো আপনার জন্য অপেক্ষা করছে বড় কোনও সারপ্রাইজ়!
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘রেশম শিল্পী’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।