Kopal 2

‘কপাল’-এর সাফল্যের পর নতুন গল্প, নতুন চরিত্রদের নিয়ে আসতে চলেছে ‘কপাল ২’

‘কপাল’-এর সাফল্যের পর আসতে চলেছে ‘কপাল ২’, যার গল্প ও পরিচালনায় আছেন শুভেন্দু ঘোষ স্বয়ং।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১১:১২
Share:

তরুণ ও প্রতিভাবান অভিনেতা রোহিত ঘোষ

নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গেই ‘এসজিএফ’ (শুভেন্দু ঘোষ ফিল্মস) ঘোষণা করল তাদের নতুন উদ্যোগ। ‘কপাল’-এর সাফল্যের পর আসতে চলেছে ‘কপাল ২’, যার গল্প ও পরিচালনায় আছেন শুভেন্দু ঘোষ স্বয়ং। ‘এসজিএফ’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই ছবিটির টিজ়ার প্রকাশিত হয়েছে।

‘কপাল ২’-এর টিজ়ার দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

এই ছবির শুটিং শুরু হবে ২০২৬-এর জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে। থিয়েট্রিক্যাল রিলিজ়ের দিন নির্ধারিত হয়েছে ১৯ সেপ্টেম্বর ২০২৬। ছবিটি ‘এসএসআর সিনেমাস’-এর মাধ্যমে প্রকাশিত হবে।

‘কপাল ২’-এর সঙ্গে ‘কপাল ১’-এর কোনও যোগসূত্র নেই। এটি একেবারেই নতুন গল্প, ভিন্ন পরিবেশ, নতুন চরিত্র এবং সম্পূর্ণ নতুন অভিনেতাদের নিয়ে তৈরি।

এই ছবির মাধ্যমে ‘এসজিএফ’ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পরিচয় করাচ্ছে এক তরুণ ও প্রতিভাবান অভিনেতাকে — রোহিত ঘোষ।

সব মিলিয়ে অনন্য ভাবনার সঙ্গে ‘কপাল ২’ দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দেবে।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘শুভেন্দু ঘোষ ফিল্মস’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন