রাজ্য সরকারি সংস্থার ৩০ শতাংশ লোকসানে, রিপোর্ট শীর্ষ ব্যাঙ্কের

দেশের ৮৪৯টি রাজ্য সরকারি সংস্থার প্রায় ৩০ শতাংশই লোকসানে চলছে বলে বৃহস্পতিবার এক রিপোর্টে জানাল রিজার্ভ ব্যাঙ্ক। ওই রিপোর্টে লোকসানে চলা সংস্থাগুলিকে ঘুরিয়ে দাঁড় করানোর দাওয়াইও বাতলেছে শীর্ষ ব্যাঙ্ক।

Advertisement

মুম্বই

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০৩:৪০
Share:

দেশের ৮৪৯টি রাজ্য সরকারি সংস্থার প্রায় ৩০ শতাংশই লোকসানে চলছে বলে বৃহস্পতিবার এক রিপোর্টে জানাল রিজার্ভ ব্যাঙ্ক। ওই রিপোর্টে লোকসানে চলা সংস্থাগুলিকে ঘুরিয়ে দাঁড় করানোর দাওয়াইও বাতলেছে শীর্ষ ব্যাঙ্ক। সেই লক্ষ্যে বিলগ্নিকরণ, বেসরকারিকরণের কথা যেমন বলা হয়েছে, তেমনই জোর দেওয়ার প্রস্তাব রয়েছে গবেষণা ও উন্নয়নে। এ ছাড়া, সমীক্ষার মাধ্যমে বাজারের উপযুক্ত পণ্য তৈরিতে জোর, কর্মীদের সংস্থার শেয়ার দেওয়ার মতো পদক্ষেপ করলেও সংস্থাগুলির আর্থিক হাল ফিরতে পারে বলে মত প্রকাশ

Advertisement

করেছে শীর্ষ ব্যাঙ্ক। পাশাপাশি, সংস্থাগুলির পরিচালনায় আরও অনেক বেশি স্বাধীনতা দেওয়ারও পক্ষপাতী রিজার্ভ ব্যাঙ্ক। তাদের দাবি, বেসরকারিকরণের আগে যদি সংস্থার আর্থিক স্বাস্থ্য ঢেলে সাজা যায়, তা হলে বিক্রির সময় ভাল দাম মিলবে।

এ দিকে, চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ মানায় রাজ্যগুলিকে দেওয়া কেন্দ্রের অর্থের পরিমাণ মোট অভ্যন্তরীণ উৎপাদনের ০.৩% কমেছে বলেও রিপোর্টে দাবি। রাজ্যগুলিকে ইচ্ছেমতো প্রকল্পে খরচের জন্য করের ভাগ বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু তা সত্ত্বেও বরাদ্দ কমেছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement