B Praak

দ্বিতীয় সন্তানের মৃত্যুর তিন বছরের মধ্যে আবার বাবা হলেন গায়ক বী প্রাক, ছেলে হল না মেয়ে?

২০২২ সালটা একেবারেই ভাল যায়নি গায়ক বী প্রাকের। কিন্তু ২০২৫-এর শেষে সেই দুঃখেই যেন প্রলেপ পড়ল। সন্তানের বাবা হলেন গায়ক বী প্রাক এবং মা হলেন মীরা বচ্চন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১২:০৬
Share:

বাবা হলেন সঙ্গীতশিল্পী বি প্রাক, মা হলেন মীরা বচ্চন। ছবি: সংগৃহীত।

‘তেরি মিট্টি’, ‘মানা দিল’, ‘রাঞ্ঝা’, ‘সারি দুনিয়া জ্বলা দেঙ্গে’-সহ একাধিক জনপ্রিয় গান তাঁর ঝুলিতে। সঙ্গীতশিল্পী বী প্রাকের বাড়িতে খুশির খবর। পুত্রসন্তানের বাবা হলেন গায়ক। ছোট্ট কৃষ্ণের ছবি দিয়ে সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। আগে এক বার ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁদের।

Advertisement

বী প্রাক লেখেন, “ঈশ্বরের আশীর্বাদে গত ১ ডিসেম্বর পুত্রসন্তানের বাবা হয়েছি। সবাইকে ধন্যবাদ। আশীর্বাদ করবেন নতুন অধ্যায় যেন শুভ হয়।” এই খবর শোনার পরে সবাই তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন। ২০১৯-এ মীরা বচ্চনকে বিয়ে করেন গায়ক। ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দেন মীরা। ছেলের নাম রাখেন আদাব। ২০২২-এ দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন মীরা। কিন্তু জন্মের খুব অল্প দিনের মধ্যে তাকে হারান মীরা এবং বী প্রাক। সেই ঘটনায় কার্যত ভেঙে পড়েছিলেন তাঁরা। দ্বিতীয় ছেলের নামও রেখে ফেলেছিলেন তাঁরা। নামকরণ করেছিলেন ফাজ়া।

দ্বিতীয় ছেলেকে হারানোর তিন বছরের মাথায় আবার দম্পতির কোলে এল পুত্রসন্তান। ফলে খুশি দ্বিগুণ হয়ে গিয়েছে। সদ্যোজাতের নাম রেখেছেন দ্বিজ। বলিপাড়ার খুবই জনপ্রিয় গায়ক বী প্রাক। ‘তেরি মিট্টি’ গানের জন্য বিভিন্ন মঞ্চে সম্মানিত হয়েছেন গায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement