গরিব কল্যাণ প্রকল্পে মোটে ৫০০০ কোটি

নোট বাতিলের পরে গত ডিসেম্বরে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার আওতায় মার্চ পর্যন্ত কালো টাকা ঘোষণার সুযোগ ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ০৩:১১
Share:

এত ঢাকঢোল পিটিয়ে ঘোষণা। অথচ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় জমা পড়েছে মাত্র ৫,০০০ কোটি কালো টাকা।

Advertisement

নোট বাতিলের পরে গত ডিসেম্বরে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার আওতায় মার্চ পর্যন্ত কালো টাকা ঘোষণার সুযোগ ছিল। ওই টাকার ৪৯.৯% জমা দিতে হত কর, জরিমানা এবং সারচার্জ হিসেবে। এর সঙ্গে ২৫% টাকা চার বছরের জন্য জমা রাখতে হত বিনা সুদে।

বৃহস্পতিবার রাজস্ব সচিব হাসমুখ আঢিয়া জমার অঙ্ক জানিয়ে বলেন, কম টাকা জমা পড়ার কারণ মূলত দু’টি। নোট বাতিলের পরে প্রকল্প ঘোষণার আগেই মানুষের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা সরানো। এবং এই প্রকল্পে স্থির হওয়া চড়া কর ও জরিমানার অঙ্কের কারণে উৎসাহ হারানো। আর এর জেরেই প্রশ্ন উঠতে শুরু করছে প্রকল্পের যৌক্তিকতা নিয়ে। চড়া জেনেও কেন এই কর ঘোষণা করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

Advertisement

অর্থমন্ত্রী অরুণ জেটলির অবশ্য দাবি, গরিব কল্যাণ যোজনাকে আলাদা প্রকল্প হিসেবে দেখা ঠিক নয়। কারণ, এর আগেই গত অর্থবর্ষে কালো টাকা ঘোষণার প্রকল্প এনেছিল কেন্দ্র। চার মাস সেই সুবিধা দেওয়া হয়। নোট বাতিলের পরেও মানুষ সুযোগ পেয়েছেন ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার। ফলে কালো টাকার অঙ্ক দেখতে হলে, সব মিলিয়েই বিচার করতে হবে বলে তাঁর দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement