TRAI

ট্রাইয়ের প্রস্তাবে পক্ষপাত দেখছে শিল্প

ট্রাইয়ের প্রস্তাব, প্রতিরক্ষা, আবহাওয়া, আইন, বিপর্যয় মোকাবিলা, অসামরিক উড়ানের মতো ক্ষেত্রের জন্য ব্যক্তিগত ৫জি নেটওয়ার্ক তৈরি করা যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৮
Share:

সিওএআই-র অভিযোগ, দেশে টেলি সংস্থাগুলিই ফাইভ জি পরিষেবা দেয়। ফলে ব্যক্তিগত নেটওয়ার্ক দরকার নেই। —প্রতীকী চিত্র।

টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের বিশেষ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কাজে ব্যক্তিগত ৫জি নেটওয়ার্ক তৈরির প্রস্তাব পক্ষপাতদুষ্ট, দাবি টেলিকম সংস্থাগুলির সংগঠন সিওএআই-এর। প্রস্তাবের বিরোধিতা করে একাংশের ইঙ্গিত আদানিদের দিকে। কারণ, ট্রাইয়ের প্রস্তাবে এই নেটওয়ার্ক গড়তে সরকার স্পেকট্রাম বণ্টন করতে পারবে বলা হয়েছে। আর ২০২২-এ সরকারের প্রথম ৫জি স্পেকট্রাম নিলামে আদানি গোষ্ঠী কিছু সার্কেলের জন্য তা কেনে। তখন প্রশ্ন উঠেছিল, তারা টেলি শিল্পে পা রাখবে? তবে গোষ্ঠী জানায়, ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরিই লক্ষ্য। সংশ্লিষ্ট মহলের আরও দাবি, ট্রাই প্রস্তাবিত নেটওয়ার্ক তৈরির জন্য দেশে আদানি ডেটা নেটওয়ার্ক ছাড়া আর কেউ নেই।

ট্রাইয়ের প্রস্তাব, প্রতিরক্ষা, আবহাওয়া, আইন, বিপর্যয় মোকাবিলা, অসামরিক উড়ানের মতো ক্ষেত্রের জন্য ব্যক্তিগত ৫জি নেটওয়ার্ক তৈরি করা যাবে। সিওএআই-র অভিযোগ, দেশে টেলি সংস্থাগুলিই এই পরিষেবা দেয়। ফলে ব্যক্তিগত নেটওয়ার্ক দরকার নেই। কেন ২০২২-এ তৈরি আইন ২০২৫-এ নতুন করে আনার প্রস্তাব, তা স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন