Adhaar Registration

ডাকঘরে ফের আধার নথিভুক্তি 

এতে রাজ্যের সম্মতি মিলেছে। এখন আধার কর্তৃপক্ষের হাতে গোনা কিছু দফতরেই আধার নথিভুক্তির কাজ চলছে। লকডাউন শিথিলের পরে বহু ক্ষেত্রে কাজ শুরু হলেও আধারের কাজ আগের গতি পায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৩
Share:

ফাইল চিত্র

করোনার জন্য ডাকঘর, ব্যাঙ্ক, বিএসএনএলের দফতর-সহ নানা জায়গায় আধার নথিভুক্তি ও সংশোধনের কাজ বন্ধ। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কল জানিয়েছে, শুক্রবার থেকে নির্দিষ্ট বিধি মেনে রাজ্যের ১১১৬টি ডাকঘরে ফের তা চালু হবে। এতে রাজ্যের সম্মতি মিলেছে। এখন আধার কর্তৃপক্ষের হাতে গোনা কিছু দফতরেই আধার নথিভুক্তির কাজ চলছে। লকডাউন শিথিলের পরে বহু ক্ষেত্রে কাজ শুরু হলেও আধারের কাজ আগের গতি পায়নি। এই অবস্থায় তা ফের শুরুর জন্য রাজ্যের অনুমতি চেয়েছিল ডাক বিভাগ। সূত্রের খবর, হকারদের ব্যাঙ্ক ঋণ দেওয়ার কেন্দ্রীয় প্রকল্পে আধার বাধ্যতামূলক। কিন্তু অনেকেরই তা নেই। কিছু সরকারি সুবিধার জন্যও অনেকে এই কার্ড করাতে চাইছেন। তাই নথিভুক্তির কাজে অবিলম্বে গতি আনতে চান আধার কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন