সাইবার প্রতারণায় জোর নিজস্ব অডিটে

সাইবার অপরাধ সংক্রান্ত বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে এখন অভ্যন্তরীণ অডিটের ব্যবস্থা চালু রয়েছে ঠিকই। কিন্তু তা আদৌ যথেষ্ট নয় বলে মনে করেন অভিজিৎবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০৩:৪৬
Share:

প্রতীকী ছবি।

সাইবার প্রতারণা রুখতে অভ্যন্তরীণ অডিটের (ইন্টারনাল অডিট) উপর জোর দেওয়া জরুরি বলে মনে করে অডিটরদের আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটর্স (আইআইএ)। পাশাপাশি তাদের মত, এ ধরনের অপরাধ এড়াতে অতিরিক্ত বিশেষ অডিট বা ফরেন্সিক অডিটের মান বাড়ানো জরুরি।

Advertisement

সম্প্রতি কলকাতায় সংগঠনের ভারতীয় শাখাগুলির সম্মেলন শেষে আইআইএ-র কলকাতা শাখার চেয়ারম্যান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাইবার প্রতারণা যে এখন একটা বড় সমস্যা, তাতে সন্দেহ নেই। এটা রোধ করার ক্ষেত্রে নিজস্ব বা ইন্টারনাল অডিটররা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে আমরা মনে করি।’’

সাইবার অপরাধ সংক্রান্ত বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে এখন অভ্যন্তরীণ অডিটের ব্যবস্থা চালু রয়েছে ঠিকই। কিন্তু তা আদৌ যথেষ্ট নয় বলে মনে করেন অভিজিৎবাবু। আইআইএ মনে করে এ ক্ষেত্রে ইন্টারনাল অডিটরদের আরও বড় ভূমিকা নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এবং এ ধরনের অপরাধ সাম্প্রতিক কালে বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সেই প্রয়োজন ক্রমেই বাড়ছে।

Advertisement

প্রসঙ্গত, আর্থিক অনিয়ম-সহ একটি সংস্থার দৈনন্দিন কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে কোনও ত্রুটি আছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখাই অভ্যন্তরীণ বা ইন্টারনাল অডিটরদের কাজ। পাশাপাশি তাঁরা সংস্থা পরিচালনার ক্ষেত্রে কর্তৃপক্ষকে পথ দেখানোর কাজও করে থাকেন। অভিজিৎবাবু বলেন, ‘‘এই কারণেই চূড়ান্ত অডিটরদের তুলনায় ইন্টারনাল অডিটরদের পক্ষে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি খুঁজে পাওয়া সহজ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন