সূচক ফের ২৬ হাজারের নীচে, পড়ল টাকার দামও

অব্যাহত রইল শেয়ার বাজারের পতন। বৃহস্পতিবার সেনসেক্স আরও ২৬২.৭৮ পয়েন্ট পড়ে নেমে এল ২৫ হাজারের ঘরে। দাঁড়িয়েছে ২৫,৯৭৯.৬০ অঙ্কে। নিফ্‌টি-ও ৮২.২০ পয়েন্ট পিছলেছে। আট হাজারের ঘর থেকে নেমে এসেছে সাত হাজারে। দিনের শেষে থিতু হয়েছে থিতু হয়েছে ৭,৯৭৯.১০ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০২:৩১
Share:

অব্যাহত রইল শেয়ার বাজারের পতন। বৃহস্পতিবার সেনসেক্স আরও ২৬২.৭৮ পয়েন্ট পড়ে নেমে এল ২৫ হাজারের ঘরে। দাঁড়িয়েছে ২৫,৯৭৯.৬০ অঙ্কে। নিফ্‌টি-ও ৮২.২০ পয়েন্ট পিছলেছে। আট হাজারের ঘর থেকে নেমে এসেছে সাত হাজারে। দিনের শেষে থিতু হয়েছে থিতু হয়েছে ৭,৯৭৯.১০ অঙ্কে।

Advertisement

এই নিয়ে সেনসেক্স গত সাত দিনের লেনদেনে হারাল ৭১৮ পয়েন্ট। শেয়ার সূচকের পাশাপাশি এ দিন পড়েছে টাকার দামও। ডলারের সাপেক্ষে টাকার দাম ৮ পয়সা পড়ার ফলে এই দিন বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময় প্রতি ডলারের দাম এসে দাঁড়ায় ৬৭.৯৯ টাকা। শেয়ার বাজারের পতনের জেরে বাজারে ডলারের চাহিদা বেড়ে গিয়েছে। কারণ, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতের বাজারে শেয়ার বিক্রি করে যে টাকা পায়, তা ডলারে পরিণত করেই তারা বিদেশে নিয়ে যায়। যা বাড়িয়ে দেয় ডলারের চাহিদা এহং তার দামও। ভারতের শেয়ার বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ঢেলে শেয়ার বিক্রি করছে। গত বুধবার ওই সব সংস্থা ১১৭৮.০৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

তবে বাজারের পতন এখনও শেষ তলানি দেখেনি বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখের মতো বাজার বিশেষজ্ঞরা মনে করেন নিফ্‌টি আরও প্রায় ২০০ পয়েন্ট ও সেনসেক্স ৭০০ পয়েন্টের মতো পড়তে পারে। লগ্নিকারীরা এখন সকলেই উদ্বিগ্ন ডিসেম্বরে শেষ হতে চলা চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলির আর্থিক ফলাফল কেমন হয়, তা নিয়ে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন