ব্যাঙ্কে অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলন

পেনশন সংশোধন-সহ আরও কিছু দাবিতে আন্দোলনে নামলেন অবসরপ্রাপ্ত ব্যঙ্ককর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০৩:৩৫
Share:

পেনশন সংশোধন-সহ আরও কিছু দাবিতে আন্দোলনে নামলেন অবসরপ্রাপ্ত ব্যঙ্ককর্মীরা। দাবি আদায়ের জন্য সম্প্রতি দেশ জুড়ে এক দিনের বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বেঙ্গল প্রভিন্সিয়াল রিটায়ার্ড ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

Advertisement

সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য অভিযোগ করেন, গত ২৯ বছর ধরে তাঁদের পেনশন বাড়েনি। তা ছাড়া যে সব ব্যাঙ্ককর্মী ২০০০ সালের নভেম্বর মাসের আগে অবসর নিয়েছেন, তাঁরা ১০০ শতাংশ হারে মহার্ঘ ভাতাও পাচ্ছেন না বলেও তাঁর দাবি। দেবাশিসবাবু জানান, দাবি না-মিটলে, এর পর প্রয়োজন হলে তাঁরা অনশন ধর্মঘটের পথেও পা বাড়াবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement