হিসেব ছাড়াতে পারে কৃষিতে বৃদ্ধি

সরকারি বিবৃতিতে এই দাবি জানিয়ে কৃষি মন্ত্রক বলেছে, সব মিলিয়ে ২০১৭-’১৮ সালের চূড়ান্ত হিসেবে কৃষিতে মোট যুক্তমূল্য অনেকটাই বাড়বে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ০২:০৬
Share:

সরকারি পরিসংখ্যান নিয়েই এ বার প্রশ্ন তুলল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক।

Advertisement

গত সপ্তাহে চলতি ২০১৭-’১৮ অর্থবর্ষের জন্য কৃষি উৎপাদন ২.১% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর। আর, রবিবার কৃষি মন্ত্রকের দাবি, ‘‘২০১৭ সালে রবি মরসুমে ভাল ফলনের সম্ভাবনা রয়েছে, যার জেরে আরও বেশি হারে উৎপাদন বাড়ার আশা করছে তারা। খরিফ মরসুমে ইতিমধ্যেই আশা জাগিয়েছে কৃষি।’’

সরকারি বিবৃতিতে এই দাবি জানিয়ে কৃষি মন্ত্রক বলেছে, সব মিলিয়ে ২০১৭-’১৮ সালের চূড়ান্ত হিসেবে কৃষিতে মোট যুক্তমূল্য অনেকটাই বাড়বে।

Advertisement

দেরিতে বর্ষা আসার কারণে গত অগস্টের মধ্যে বীজ বপন হয়নি বলেই পরিসংখ্যান দফতরের হিসেবে বৃদ্ধির হার কম হয়েছে। এমনটাই দাবি করেছে কৃষি মন্ত্রক। পরে বৃষ্টিপাত ভাল হওয়ায় খরিফ মরসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয় বলে জানিয়েছে কৃষি মন্ত্রক। সারা বছরের খতিয়ান নিলে পরিস্থিতি ততটা নেতিবাচক থাকবে না বলে মনে করছে তারা। ফলে আগাম হিসেবের তুলনায় ভাল হবে কৃষি উৎপাদন। মন্ত্রক জানিয়েছে, রবি ফসল বোনা হয়েছে ৫.৮৬ কোটি হেক্টর জুড়ে, যেটা ফলন ভাল হওয়ারই ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, ২০১৬-’১৭ সালে কৃষিতে বৃদ্ধির হার ছুঁয়েছিল ৪.৯%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন