Air Asia

ভারত থেকে সরার ইঙ্গিত এয়ার এশিয়ার

এয়ার এশিয়া জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন দেশে তাদের ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছে। বাড়ছে যাত্রী। অথচ ভারতে ব্যবসা চালাতে গিয়ে ক্রমাগত পুঁজি বেরিয়ে যাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৪:৫৬
Share:

প্রতীকী ছবি।

টনি ফার্নান্ডেজ়ের এয়ার এশিয়া গোষ্ঠী ভারত থেকে সরতে চায় বলে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। এ বার তাকে বাড়তি মাত্রা দিল মালয়েশিয়ার সংস্থাটির বিবৃতি। মঙ্গলবার তারা জানাল, এয়ার এশিয়া ইন্ডিয়া তাদের পুঁজি শুষে নিচ্ছে। দুর্বল হচ্ছে আর্থিক অবস্থা। পরিস্থিতির পর্যালোচনা হবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এ ভাবে দেশে কম দামি উড়ান পরিষেবা থেকে হাত গোটানোর পথ খোলা রাখল তারা।

Advertisement

বিপাকে পড়া ভারতীয় বিমান পরিষেবা ক্ষেত্রকে আরও খাদের ধারে ঠেলে দিয়েছে লকডাউন। টাটা সন্সের সঙ্গে এয়ার এশিয়া গোষ্ঠীর যৌথ উদ্যোগটিও ব্যবসায়িক দিক দিয়ে ধাক্কা খাচ্ছে অনেক দিন ধরে। এয়ার এশিয়া জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন দেশে তাদের ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছে। বাড়ছে যাত্রী। অথচ ভারতে ব্যবসা চালাতে গিয়ে ক্রমাগত পুঁজি বেরিয়ে যাচ্ছে। আজই নিজেদের দেউলিয়া ঘোষণা করতে চেয়ে আবেদন জানিয়েছে এয়ার এশিয়া জাপান। এই অবস্থায় খরচ নিয়ন্ত্রণ করা ছাড়া উপায় নেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন