শহরের অফিস ভাড়া দিচ্ছে এয়ার ইন্ডিয়া

কলকাতায় তাদের অফিসবাড়ির একাংশ ভাড়া দেওয়ার কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। লোকসানে চলা এই বিমান সংস্থা ঘুরে দাঁড়ানোর জন্য খরচ কমানোর পাশাপাশি সম্পত্তি বিক্রি করে ও ভাড়া দিয়ে বাজার থেকে টাকা তুলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৩
Share:

কলকাতায় তাদের অফিসবাড়ির একাংশ ভাড়া দেওয়ার কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। লোকসানে চলা এই বিমান সংস্থা ঘুরে দাঁড়ানোর জন্য খরচ কমানোর পাশাপাশি সম্পত্তি বিক্রি করে ও ভাড়া দিয়ে বাজার থেকে টাকা তুলছে। সম্প্রতি বলা হয়েছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ-এর সাত তলা বাড়ির তিনটি তলা ভাড়া দেওয়া হবে। সংস্থা সূত্রের খবর, ওই বাড়ির দোতলা, তিনতলা এবং ছ’তলার প্রতিটি তলায় প্রায় ২৫ হাজার বর্গ ফুট করে জায়গা রয়েছে। ধর্মতলার কাছেই এই ভবনে খুব ভাল ভাড়া পাওয়া যাবে বলেও আশা করছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

প্রচুর টাকা জমা লোকসান থাকলেও গত কয়েক বছর পরে এই প্রথম ২০১৫-’১৬ অর্থবর্ষে লাভ করেছে সংস্থা। তবে, এখনও অনেক পথ পেরোনো বাকি। ২০১২ সালে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, এই সংস্থার যেখানে যত বাড়ি-জমি রয়েছে, তা ভাড়া দিয়ে, বিক্রি করে বা সেখান থেকে আর কোনও উপায়ে প্রায় ৫ হাজার কোটি টাকা উপার্জন করতে হবে। ইতিমধ্যেই মুম্বইয়ে চারটি ফ্ল্যাট বিক্রি করে ৯০ কোটি টাকা পেয়েছে এয়ার ইন্ডিয়া। এ বার পালা কলকাতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement