রাজধানীর প্রথম শ্রেণির ভাড়ায় এ বার বিমানে

রাজধানী এক্সপ্রেসের প্রথম শ্রেণির ভাড়ায় বিমানে চড়ার সুযোগ দিচ্ছে এয়ার ইন্ডিয়া। সংস্থা জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা থেকে দিল্লি যাওয়ার যে-কোনও উড়ানে, বিমান ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে গেলে এই ভাড়ায় টিকিট পাওয়া যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০২:০৬
Share:

রাজধানী এক্সপ্রেসের প্রথম শ্রেণির ভাড়ায় বিমানে চড়ার সুযোগ দিচ্ছে এয়ার ইন্ডিয়া। সংস্থা জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা থেকে দিল্লি যাওয়ার যে-কোনও উড়ানে, বিমান ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে গেলে এই ভাড়ায় টিকিট পাওয়া যাবে। এখন রাজধানীর প্রথম শ্রেণিতে কলকাতা-দিল্লির ভাড়া ৪৮০০ টাকা। বলা হয়েছে, রাজধানীর টিকিট কনফার্মড না-হলে বিমান সংস্থার সাইটে গিয়ে অথবা সশরীরে বিমানবন্দরে পৌঁছে এই টিকিট কাটা যাবে। তবে সঙ্গে রাজধানীর টিকিট থাকাটা বাধ্যতামূলক নয়। যার অর্থ, রাজধানীর টিকিট না-কাটলেও ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে গিয়ে ওই টাকায় টিকিট কেনা যাবে। সংস্থা জানিয়েছে, দেশে যে ২১ টি রুটে রাজধানী চলে, তার প্রতিটিতেই এই সুবিধা দেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement