লাজাদার অংশীদারি কিনল আলিবাবা

এ বার অধিগ্রহণের মাধ্যমে বিদেশে ব্যবসা ছড়াতে উদ্যোগী হয়েছে চিনা সংস্থা আলিবাবা। সেই লক্ষ্যে সিঙ্গাপুরে নেটে কেনাকাটার সংস্থা লাজাদা-র সিংহভাগ মালিকানা হাতে নিল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০২:৫৩
Share:

এ বার অধিগ্রহণের মাধ্যমে বিদেশে ব্যবসা ছড়াতে উদ্যোগী হয়েছে চিনা সংস্থা আলিবাবা। সেই লক্ষ্যে সিঙ্গাপুরে নেটে কেনাকাটার সংস্থা লাজাদা-র সিংহভাগ মালিকানা হাতে নিল তারা। লগ্নি মোট ১০০ কোটি ডলার (প্রায় ৬,৭০০ কোটি টাকা)। যা চিনের বাইরে এখনও পর্যন্ত আলিবাবার বৃহত্তম লগ্নি।

Advertisement

২০১২ সালে জার্মানির রকেট ইন্টারনেটের হাত ধরে তৈরি হয় লাজাদা। ই-কমার্স সংস্থাটি ব্যবসা করে দক্ষিণ পশ্চিম এশিয়ার সিঙ্গাপুর, মালয়শিয়া, ফিলিপিন্স, তাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশে। উল্লেখ্য, রকেট ইন্টারনেটের ব্যবসাই হল ইতিমধ্যে সফল সংস্থার আদলে উন্নয়নশীল দেশে স্টার্ট-আপ সংস্থা তৈরি ও বিক্রি করা। সেই লক্ষ্যেই মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজনের আদলে তৈরি হয় লাজাদা।

এ দিকে, চিনে ক্রমশ নতুন সংস্থার প্রতিযোগিতার মুখে পড়া, দেশের আর্থিক বৃদ্ধি কমা ও নিজেদের সাইটে নকল পণ্য বিক্রির প্রক্রিয়া ঠেকাতে গিয়ে মুনাফা ধাক্কা খেয়েছে আলিবাবার। তাই এ বার ব্যবসা বাড়াতে বিদেশের বিভিন্ন বাজারে নজর দিচ্ছে সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement