Reserve Bank Of India

কয়েন বিভ্রাট রুখতে বিজ্ঞপ্তি জারি করল আরবিআই

আরবিআই একটি বি়জ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বাজারে যে সমস্ত কয়েন রয়েছে তা সবই কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত। তাই বাজারে থাকা প্রতিটি মুদ্রাই গ্রাহ্য। ব্যাঙ্ক এবং প্রতিটি নাগরিকেরই উচিত ওই কয়েনের লেনদেন প্রক্রিয়া স্বাভাবিক রাখা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৯ ১৯:১৯
Share:

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ছবি: রয়টার্স।

কয়েন বিভ্রাটের জেরে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। দেশের কোনও কোনও অংশে এক টাকা,দু টাকা থেকে পাঁচ, দশ টাকার কয়েন নিতে অস্বীকার করছেন দোকানদার থেকে ব্যাঙ্ককর্মীরা। ফলে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। এই সমস্যা দূর করতে উদ্যোগী হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

Advertisement

আরবিআই একটি বি়জ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বাজারে যে সমস্ত কয়েন রয়েছে তা সবই কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত। তাই বাজারে থাকা প্রতিটি মুদ্রাই গ্রাহ্য। ব্যাঙ্ক এবং প্রতিটি নাগরিকেরই উচিত ওই কয়েনের লেনদেন প্রক্রিয়া স্বাভাবিক রাখা।

আরবিআই জানায়, ‘আমরা অভিযোগ পেয়েছি যে বাজারে যে সমস্ত কয়েন চালু রয়েছে সেই সমস্ত কয়েন আদতে আসল কি না সেই নিয়ে কোথাও কোথাও বিভ্রান্তি রয়েছে। এর দরুণ বহু ক্রেতা,ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কয়েন নিতে অস্বীকার করছেন। ফলে দেশের কিছু কিছু অংশে কয়েনের আদানপ্রদান স্বাভাবিক হচ্ছে না।’

Advertisement

ওই বিজ্ঞপ্তিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরও জানায় যে, ‘দেশের সাধারণ মানুষকে আর্জি জানানো হচ্ছে তাঁরা যেন এই ধরণের বিভ্রান্তিকর গুজবে কান না দেন।’ বিক্রেতাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, তাঁরা যেন নির্দ্বিধায় এই সমস্ত কয়েন গ্রহণ করেন সেই ব্যাপারেও আর্জি জানানো হয়েছে। এর আগেও ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল তাঁরা যেন কোনও গ্রাহকের থেকে কয়েন নিতে অস্বীকার না করে। তার পরেও আরবিআই কয়েন সংক্রান্ত বহু অভিযোগ পেয়েই চলেছে।

বিশেষ আর্থিক অঞ্চলে ট্রাস্ট, প্রশ্নে সংশোধন

এর আগেও বহুবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় তবে পরিস্থিতি বদলায়নি। কয়েন বিভ্রাট রুখতে এবারের পদক্ষেপ কার্যকর হয় কি না সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আম জনতার কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন