জেফ বেজোস
মাঝে ব্যবধান ৩২ দিনের। তেত্রিশ দিনের মাথাতেই অ্যাপলকে ছুঁল অ্যামাজন। ৪ সেপ্টেম্বর পরিণত হল ১ লক্ষ কোটি ডলারের (প্রায় ৭২ লক্ষ কোটি টাকা) সংস্থায়। তবে অ্যাপলের তুলনায় কম সময়ে। বাজারে নথিভুক্ত সংস্থা হিসেবে এই নজির গড়তে অ্যাপলের লেগেছিল ৩৮ বছর। আর ই-কমার্স সংস্থাটি তা ছুঁল ২১ বছরে।
১৯৯৪ সালে আমেরিকায় প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ভাড়া বাড়ির গ্যারাজে যাত্রা শুরু অ্যামাজনের। শুরুতে নেটে বিক্রি হত শুধু বই। ১৯৯৭ সালে বাজারে নথিভুক্ত হয় সংস্থা। তার পরে তারা পা রেখেছে মোবাইল, ল্যাপটপ-সহ প্রায় সব ধরনের পণ্য বিক্রির ব্যবসায়। ক্রমে হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ নেটে কেনাকাটার সংস্থা।
কিন্তু সেখানেই থেমে থাকার পাত্র ছিলেন না বেজোস। ক্রমশ ব্যবসা ছড়িয়েছেন অন্যান্য ক্ষেত্রে। কিনেছেন মার্কিন সুপারমার্কেট চেন হোল ফুডসকে। এনেছেন কিন্ডল ই-রিডার, ইকোর মতো যন্ত্র। নিশানা করেছেন মহাকাশে পাড়ি দেওয়াকেও।
• সংস্থা: অ্যামাজন
• তৈরি: ৫ জুলাই, ১৯৯৪
• প্রতিষ্ঠাতা: জেফ বেজোস
• ব্যবসা শুরু: নেটে বই বিক্রি দিয়ে
• শেয়ার বাজারে নথিভুক্তি: ১৫ মে, ১৯৯৭
• এখন ব্যবসা: নেটে পণ্য বিক্রি, প্রাইম ভিডিয়ো, প্রযুক্তি পরিষেবা অ্যামাজন ওয়েব সার্ভিসেস, কিন্ড্ল ই-রিডারের মতো যন্ত্র ইত্যাদি
• কর্মী: প্রায় ৫,৬০,০০০ জন
অনেক বিশেষজ্ঞের মতে, হালেও অ্যাপলের ব্যবসায় টান পড়েনি। কিন্তু দুনিয়াকে চমকে দেওয়া নতুন পণ্য সে ভাবে আসেনি। সেখানে বিভিন্ন ধরনের ব্যবসায় ক্রমাগত পা রেখে চলেছে অ্যামাজন। বুধবার এই খবর লেখার সময়ে মার্কিন বাজারে অ্যামাজনের শেয়ার দর নামায় মোট শেয়ারমূল্য অবশ্য ১ লক্ষ কোটি ডলারের নীচে নেমেছে।