আধ ঘণ্টায় অর্ডার পৌঁছে দেবে ড্রোন!

আধ ঘণ্টার মধ্যে ক্রেতাদের হাতে তাঁদের পছন্দসই অর্ডার করা দ্রব্য পৌঁছে দিতে এ বার সচেষ্ট হল অনলাইনে পণ্য বিক্রেতা অ্যামাজন। ক্রেতাদের কথা মাথায় রেখে মানববিহীন প্রাইম এয়ার ড্রোন পরিষেবা চালু করল মার্কিন বহুজাতিক সংস্থা অ্যামাজন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৫ ১৪:২৬
Share:

আধ ঘণ্টায় অর্ডার করা পছন্দের দ্রব্য মিলবে ঘরের দরজায়!

Advertisement

সত্যিই তাই।

আধ ঘণ্টার মধ্যে ক্রেতাদের হাতে তাঁদের পছন্দসই অর্ডার করা দ্রব্য পৌঁছে দিতে এ বার সচেষ্ট হল অনলাইনে পণ্য বিক্রেতা অ্যামাজন। ক্রেতাদের কথা মাথায় রেখে মানববিহীন প্রাইম এয়ার ড্রোন পরিষেবা চালু করল মার্কিন বহুজাতিক সংস্থা অ্যামাজন।

Advertisement

অ্যামাজন সংস্থা জানিয়েছে, ৫৫ পাউন্ড ওজনের ড্রোনটি পাঁচ পাউন্ড ওজন পর্যন্ত পণ্য বহন করতে সক্ষম। ‘সেন্স অ্যান্ড অ্যাভয়েড’ প্রযুক্তির মাধ্যমে কাজ করবে ড্রোনটি। ৪০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারবে সে।
ড্রোনটি কেমন ভাবে কাজ করবে তা দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে অ্যামাজন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে যে ঠিকানায় পণ্যটি পৌঁছে দেওয়ার কথা, সেখানে আগে জায়গাটি স্ক্যান করে নিয়ে তার পর ল্যান্ড করবে ড্রোনটি। এর পর আপনা আপনি হ্যাচ খুলে যাবে নীচ থেকে। বেরিয়ে আসবে নির্দিষ্ট পণ্য। ক্রেতার কাছে পৌঁছে যাবে সে’টি। আপাতত পরীক্ষামূলক ভাবে কাজ শুরু করলেও প্রয়োজনীয় নিরাপত্তাজনিত অনুমতি পেলেই বাণিজ্যিক ভাবে কাজ করবে ড্রোনটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement