Mukesh Ambani- Gautam Adani

বিদ্যুৎ প্রকল্পের পর এ বার জ্বালানি, ফের হাত মেলালেন অম্বানী-আদানি

প্রাকৃতিক গ্যাস বিক্রির জন্য রিলায়্যান্স জিয়ো-বিপি-র সঙ্গে বুধবার চুক্তি হল আদানি টোটাল গ্যাসের। গাঁটছড়া অনুযায়ী, জিয়ো-বিপির পাম্পে আদানিদের প্রাকৃতিক গ্যাস বা সিএনজি মিলবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ০৯:৩০
Share:

(বাঁ দিকে) মুকেশ অম্বানি এবং গৌতম আদানি (ডান দিকে)। —ফাইল চিত্র।

গত বছর মার্চে মধ্যপ্রদেশের এক বিদ্যুৎ প্রকল্পে গৌতম আদানির সঙ্গে হাত মিলিয়েছিলেন মুকেশ অম্বানী। এ বার মেলালেন জ্বালানি বিক্রির লক্ষ্যে।

প্রাকৃতিক গ্যাস বিক্রির জন্য রিলায়্যান্স জিয়ো-বিপি-র সঙ্গে বুধবার চুক্তি হল আদানি টোটাল গ্যাসের। গাঁটছড়া অনুযায়ী, জিয়ো-বিপির পাম্পে আদানিদের প্রাকৃতিক গ্যাস বা সিএনজি মিলবে। আবার আদানিদের পাম্পেও ক্রেতা কিনতে পারবেন জিয়ো-বিপির উৎপাদিত পেট্রল-ডিজ়েল। সারা দেশে জিয়ো-র প্রায় ২০০০টি এবং আদানি টোটালের ৬৫০টি পাম্পে এই সুবিধা পাওয়া যাবে। পরবর্তীকালে দুই শিল্প গোষ্ঠীর চালু করা নতুন পাম্পেও মিলবে পরস্পরের জ্বালানি।

সংশ্লিষ্ট মহলের মতে, আদানি ও অম্বানির মতো দেশের সেরা দুই শিল্পপতির হাত মেলানো তাৎপর্যপূর্ণ। এর আগে মধ্যপ্রদেশের যে বিদ্যুৎ প্রকল্পে তাঁরা জোট বেঁধেছিলেন, সেটি ছিল খুব ছোট মাপের। তাই সে দিক থেকে দেখতে গেলে এই প্রথম দেশ জুড়ে কোনও ব্যবসায়িক উদ্যোগে একসঙ্গে কাজ করবে ভারতের সব থেকে বড় দুই শিল্প গোষ্ঠী। একাংশের মতে, জ্বালানি ক্ষেত্রে নিজেদের অংশীদারি বাড়াতে তৎপর দু’পক্ষই। কিন্তু জ্বালানির ব্যবসা যেহেতু ভিন্ন, তাই পরস্পরের সুবিধাকে ব্যবহার করে বাজার বাড়াতে চাইছে তারা। বিশেষত পেট্রল-ডিজ়েল এবং প্রাকৃতিক গ্যাস, দুই ক্ষেত্রেই যেহেতু বেশির ভাগ বাজার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিরই দখলে। তথ্য বলছে, গোটা দেশে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির হাতে রয়েছে প্রায় ১ লক্ষ পাম্প। যা দেশের মোট পাম্পের ৯০ শতাংশের বেশি। বেসরকারি সংস্থার হাতে মাত্র ১০%। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও ছবিটা এক। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই ছবি বদলাতেই এমন পদক্ষেপ প্রতিযোগী দুই শিল্প গোষ্ঠীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন