স্টিয়ারিং হাতে কানে ফোন, ‘না’ সংস্থারই

গাড়ি চালাতে-চালাতে কানে ফোন যে বিপদ ডেকে আনে, সমীক্ষা বলছে, সে বিষয়ে টনটনে জ্ঞান সকলের। এ নিয়ে কড়া আইন আনছে কেন্দ্রও। কিন্তু তা সত্ত্বেও সেই ভুল বারবার করেন মানুষ। এ ভাবে দুর্ঘটনার কবলে পড়া রুখতে এ বার অ্যাপ আনল ভোডাফোন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০২:৫১
Share:

গাড়ি চালাতে-চালাতে কানে ফোন যে বিপদ ডেকে আনে, সমীক্ষা বলছে, সে বিষয়ে টনটনে জ্ঞান সকলের। এ নিয়ে কড়া আইন আনছে কেন্দ্রও। কিন্তু তা সত্ত্বেও সেই ভুল বারবার করেন মানুষ। এ ভাবে দুর্ঘটনার কবলে পড়া রুখতে এ বার অ্যাপ আনল ভোডাফোন।

Advertisement

গাড়ি চালানোর সময়ে মোবাইলে কথা বলার ঝোঁক সম্পর্কে ভোডাফোনের রিপোর্ট দেখাচ্ছে, ৯৪% লোক জানেন এ ভাবে গাড়ি চালানো ভয়ঙ্কর। ২০% জন দুর্ঘটনার কবল থেকে কোনও ক্রমে বেঁচেছেন। তবু ৪৭ শতাংশই গাড়ি চালানোর সময়ে মোবাইল ব্যবহারের কথা মানছেন!

জেনেশুনে

Advertisement

• ৯৪% মানেন গাড়ি চালানোর সময়ে মোবাইল ব্যবহার ভয়ঙ্কর

• ৪৭% তবুও হাতে স্টিয়ারিং থাকাকালীন মোবাইল কানে দেন

• ৯৬% জনই চালক ফোনে কথা বললে, নিরাপদ বোধ করেন না

• ৬০% নিরাপদ জায়গায় পৌঁছনোরও অপেক্ষা করেন না

• ২০% দুর্ঘটনা থেকে বেঁচেছেন

• ৩৪% ফোন ধরতে গিয়ে ব্রেক কষেছেন আচমকা

• ৬৮% ক্যামেরায় নজরদারি চান

অ্যান্ড্রয়েড ফোনের জন্য আনা সংস্থাটির অ্যাপ গাড়ির গতি ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি হলেই কল, এসএমএস এবং পুশ নোটিফিকেশন বন্ধ করে দেবে। হঠাৎ গাড়ির গতি কমলে আপৎকালীন বার্তা দেবে। মিলবে দুর্ঘটনায় জখম ব্যক্তিকে সাহায্য করার নির্দেশিকাও।

আরও পড়ুন:ডোকোমো নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের আর্জি খারিজ

শুক্রবার ভোডোফোনের এই অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহণ মন্ত্রকের যুগ্ম সচিব অভয় ডামলে বলেন, ‘‘কেন্দ্র এ ধরনের দুর্ঘটনা কমাতে দায়বদ্ধ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement