Bollywood News

বিতর্ক যেন পিছু ছাড়ে না! ফের আইনি জটে শাহরুখ-পুত্র! আরিয়ানের বিরুদ্ধে এ বার কোন অভিযোগ?

আবার বিতর্কে আরিয়ান খান! ২০২১ সালে মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান। আবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১১:১২
Share:

আইনি জটে আরিয়ান খান, কীসের অভিযোগ শাহরুখ-পুত্রর বিরুদ্ধে? ছবি: সংগৃহীত।

ফের বিপাকে শাহরুখ খানের পুত্র। এ বার আরিয়ানের বিরুদ্ধে বেঙ্গালুরুর থানায় অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। গত, ২৮ নভেম্বর বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরুর এক পাবে আরিয়ানের বিরুদ্ধে জনসমক্ষে ‘অশালীন’ ঈঙ্গিত করার অভিযোগ ওঠে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়। কড়া পদক্ষেপ করার দাবি তোলে দর্শকের একাংশ।

Advertisement

ওয়েজ় হুসেন এস নামের এক আইনজীবী, বেঙ্গালুরুর কব্বন থানায় অভিযোগ দায়ের করেছেন শাহরুখ-পুত্রের বিরুদ্ধে। কর্ণাটক রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, যেখানে এই ধরনের অঙ্গভঙ্গি করেছেন আরিয়ান, সেখানে উপস্থিত ছিলেন অনেক মহিলা। আইনজীবীর অভিযোগ, এই ধরনের কাজ, সাধারণ মানুষকে শুধু অস্বস্তিতেই ফেলেনি, বরং অপমান করেছে। বেঙ্গালুরুর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওই আইনজীবী জানিয়েছেন, এই অশালীন ইঙ্গিতে অপমানিত হয়েছে সেখানে উপস্থিত থাকা মহিলারা। এ প্রসঙ্গে, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন সমাজমাধ্যমের ভিডিয়ো দেখার পরে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। পাবের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২৮ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন আরিয়ান। সেখানেই অশোকনগর এলাকার একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে দেখা যায় তাঁকে। তিন জনেই সমাজের প্রভাবশালী পরিবারের। অভিযোগ, বন্ধুদের সঙ্গে আনন্দের মাঝে জনসমক্ষে নিজের মধ্যমা দেখিয়ে ‘অশালীন’ ইঙ্গিত করে বসেন আরিয়ান। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সর্বত্র। এর আগে ২০২১ সালে মাদক-কাণ্ডে নাম জড়ায় তাঁর। সম্প্রতি, পরিচালনায় হাত দিয়েছেন তিনি। মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ় ‘দ্য ব্যা়ড্‌স অফ বলিউড’। সেখানেও কিছু দৃশ্যে প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা করেন প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। এ বার ‘অশালীন’ ইঙ্গিতের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement