Shah Rukh Khan

জনসমক্ষে ‘অশালীন’ ইঙ্গিতের অভিযোগ আরিয়ানের বিরুদ্ধে? ছবি প্রকাশ্যে, কড়া পদক্ষেপের দাবি দর্শকের

২৮ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন আরিয়ান খান। সেখানেই অশোকনগর এলাকার একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে দেখা যায় তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ২১:০৯
Share:

ফের বিতর্কে শাখরুখ-পুত্র আরিয়ান? ছবি: সংগৃহীত।

আবার বিতর্কে আরিয়ান খান! ২০২১ সালে মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান। কিছু দিন আগে সেই বিতর্কের অবসান হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই আরও এক বিতর্কে জড়ালেন আরিয়ান। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই বন্ধুর সঙ্গে রয়েছেন তিনি। যাঁর মধ্যে একজন হলেন কর্ণাটকের এক মন্ত্রীর ছেলে।

Advertisement

২৮ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। সেখানেই অশোকনগর এলাকার একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে দেখা যায় তাঁর। তিনজনেই সমাজের প্রভাবশালী পরিবারের। অভিযোগ, বন্ধুদের সঙ্গে আনন্দের মাঝে জনসমক্ষে নিজের মধ্যমা দেখিয়ে ‘অশালীন’ ইঙ্গিত করে বসেন আরিয়ান। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সর্বত্র। আর শাহরুখ-পুত্রকে ওই ভঙ্গিমায় দেখে বিরক্ত দর্শকের একাংশ। তাঁদের দাবি, অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে পুলিশ যেন পদক্ষেপ করে। যদিও কর্ণাটকের পুলিশের তরফে এখনও কোনও উত্তর মেলেনি।

উল্লেখ্য, মাদক-কাণ্ডের পরে বেশ কিছু দিন প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ান, শাহরুখ-সহ গোটা খান পরিবারকে। কিছু দিন এই প্রসঙ্গে নায়ক বলেছিলেন, “গত ৪-৫ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল। আমি জানি, কোভিডের কারণে নিশ্চয় আরও অনেকের ক্ষেত্রেও তাই। আমার সব ছবি ফ্লপ করে। অনেকেই আমার কেরিয়ার শেষ হয়ে যাওয়ার শ্রদ্ধার্ঘও লিখে ফেলেছিল!” তবে এক বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। কিন্তু এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement