ডায়মন্ড হারবারে আনন্দ-বিপণি

এ বার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পথ চলা শুরু করল আনন্দ পাবলিশার্স। শনিবার বিকেলে স্টার মার্কেট এলাকায় ওই বিপণির উদ্বোধন করেন সাহিত্যিক সমরেশ মজুমদার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০১:১৯
Share:

উদ্বোধন করছেন সমরেশ মজুমদার। —নিজস্ব চিত্র।

এ বার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পথ চলা শুরু করল আনন্দ পাবলিশার্স। শনিবার বিকেলে স্টার মার্কেট এলাকায় ওই বিপণির উদ্বোধন করেন সাহিত্যিক সমরেশ মজুমদার।

Advertisement

এখানে রাখা হয়েছে প্রায় সাতাশ হাজার গল্পের বই। রয়েছে উপন্যাস, গল্প। তা ছাড়া মিলবে শিশুদের নানা রকম বই-সহ অন্যান্য বইয়ের সম্ভার। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ পাবলিশার্সের ম্যানেজিং ডিরেক্টর সুবীর মিত্র। তাঁর কথায়, ‘‘ডায়মন্ড হারবারে বিভিন্ন স্কুল কলেজ রয়েছে। পাঠকদের সুবিধার জন্য এই বিপণি খোলা হল। আনন্দ পাবলিশার্সের বইয়ের জন্য পাঠকদের আর দূরে কোথাও যেতে হবে না।’’ এই বিপণি সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এ দিন সমরেশবাবু বলেন, ‘‘এখানে এসে খুব ভাল লাগছে। এর আগেও ডায়মন্ড হারবার শহরে এসেছি। তবে এ বার আনন্দ পাবলির্শাসের জন্য এলাম।’’ ডায়মন্ড হারবারের দোকানটি এই প্রকাশকের ৪৩তম বিপণি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন