Business Planning

ছোট সংস্থার জন্য অফিস স্পেস আর পরিকাঠামো নিয়ে হাজির এপিজে

আলাদা আলাদা সংস্থা, অথচ কাজ চলছে পাশাপাশি বসে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ১৭:২৮
Share:

এক ছাদের তলায় এ ভাবেই গড়ে উঠছে নানা স্বপ্ন। ছবি: সংস্থার সৌজন্যে।

অনেক অফিস এ বার এক ছাদের তলায়! আলাদা আলাদা সংস্থা, অথচ কাজ চলছে পাশাপাশি বসে। ভাগ করে নিচ্ছে একই আইটি সেল, কমিউনিটি হল, ক্যান্টিন ও চা-কফির সুযোগ। কলকাতা শহরে নামমাত্র খরচে এমনই ‘কো-ওয়ার্কিং’ কর্মসংস্কৃতির সুযোগ এনে দিল এপিজে বিজনেস সেন্টার। তাদের ‘প্লাগ অ্যান্ড প্লে’ অফিস স্পেস ব্র্যান্ডের মাধ্যমেই শহরবাসীকে ব্যবসামুখী করে তুলতে উদ্যোগী কর্তৃপক্ষ।

Advertisement

এর আগেও কলকাতা শহর এমন অভিনব অফিস ঘরের ধারণা পেলেও এবিসি এই ধারণাকে আরও বৃহৎ আকারে ছড়িয়ে দিচ্ছে সারা দেশ জুড়েই। গুরুগ্রাম, হায়দরাবাদ, চেন্নাই, পুণে, মুম্বইয়েও এই সংস্থা নিজেদের অফিসেই জায়গা দিচ্ছে নানা অন্য সংস্থাকে। তাদের নানা খাবার-পানীয় জোগানো, আইটি সেল, কনফারেন্স রুমেরও চাহিদা মেটাচ্ছে এপিজে হাউজ। বিনিময়ে দিতে হচ্ছে কয়েক হাজার টাকা।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই ব্যবস্থায় ব্যাপক সাড়া মিলেছে। বহু উদ্যোগপতি, ছোট সংস্থা ও বন্ধুবান্ধবরা মিলে তৈরি নানা ব্যবসার অফিসকে দেওয়া হচ্ছে জায়গা।

Advertisement

আরও পড়ুন: ঝুলে বহু কর মামলা, বড় অঙ্কের নিষ্পত্তিই এখন লক্ষ্য

কিন্তু এতে লাভ?

সংস্থার মতে, অফিসের জন্য জায়গা কিনে বা মোটা টাকা দিয়ে ঘর লিজ নিয়ে অনেকেই ব্যবসা করে উঠতে পারেন না। কম পুঁজি নিয়ে যাঁরা ব্যবসায় নামেন, তাঁরা অনেকেই অফিস ভাড়ার এই চাপ নিতে পারেন না। এই জন্য নতুন প্রজন্মের অনেকেই ব্যবসাবিমুখ হয়ে পড়ছেন। তাঁদের কথা ভেবেই উদ্যোগী হয়েছে এবিসি।

তাঁদের এই প্রচেষ্টায় সাড়াও মিলেছে। এই সুবিধা গ্রহণে এগিয়ে আসছে নবীন প্রজন্ম।

আরও পড়ুন: টাকা তোলা তথ্য মিত্রের চৌহদ্দিতেও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement