চিনের প্রাচীরে মাথা খুঁড়ছে অ্যাপলও

আমেরিকার অর্থবর্ষ অনুযায়ী ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে ওই আয় গড়ে ৯,১০০ কোটি ডলার হবে বলে জানান বিশ্লেষকেরা। কুকের দাবি, তা নামতে পারে ৮,৪০০ কোটিতে।

Advertisement

সংবাদ সংস্থা 

সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ০৫:৪৩
Share:

ফাইল চিত্র।

চিন ও সম্ভাবনাময় অর্থনীতিগুলির বৃদ্ধি প্রত্যাশার তুলনায় শ্লথ হওয়ার কারণ দেখিয়ে নিজেদের আয়ের পূর্বাভাস কমাল মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল। আর সে কথা শেয়ারহোল্ডারদের চিঠি লিখে জানালেন খোদ সিইও টিম কুক। চিঠিতে কুক বলেন, ‘‘প্রধান সম্ভাবনাময় বাজারগুলিতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ব প্রত্যাশিত ছিল। কিন্তু তাদের আর্থিক অগ্রগতি যে এতটা মন্থর হবে বুঝতে পারিনি। বিশেষত চিনে।’’

Advertisement

আমেরিকার অর্থবর্ষ অনুযায়ী ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে ওই আয় গড়ে ৯,১০০ কোটি ডলার হবে বলে জানান বিশ্লেষকেরা। কুকের দাবি, তা নামতে পারে ৮,৪০০ কোটিতে। সংশ্লিষ্ট মহলের দাবি, অ্যাপলের এই সতর্কতা আসলে আই-ফোন সমেত সংস্থার তৈরি অন্যান্য পণ্যের বিক্রি কমারই ইঙ্গিত। যার অন্যতম কারণ মার্কিন-চিন বাণিজ্য সংঘাত। কুক নিজেও বলেছেন সে কথা। এতে ধাক্কা খেয়েছে তাদের শেয়ার দর। মার্কিন মুলুক, ইউরোপ, ভারতেও।

এমনিতেই আই-ফোনের পরে সাড়া জাগানো নতুন পণ্য আনতে না পারা নিয়ে চাপ অ্যাপলের উপরে। এখন বাড়তি সমস্যা চিনের প্রাচীরও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন