সাম্রাজ্য বাড়াতে

টাইম ওয়ার্নারকে কিনে নিচ্ছে এটি অ্যান্ড টি

কেব্‌ল টেলিভিশন বহুজাতিক টাইম ওয়ার্নারকে কিনে নিতে চুক্তি করল টেলিকম সংস্থা এটি অ্যান্ড টি। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই করা হবে বলে আমেরিকা ভিত্তিক দুই সংস্থা সূত্রের খবর।

Advertisement
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ০৩:৩৩
Share:

— সংবাদ সংস্থা

কেব্‌ল টেলিভিশন বহুজাতিক টাইম ওয়ার্নারকে কিনে নিতে চুক্তি করল টেলিকম সংস্থা এটি অ্যান্ড টি। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই করা হবে বলে আমেরিকা ভিত্তিক দুই সংস্থা সূত্রের খবর।

Advertisement

৮৫০০ কোটি ডলারে (প্রায় ৫ লক্ষ ৬৯ হাজার ৫০০ কোটি টাকা) এই অধিগ্রহণ করতে নীতিগত ভাবে সায় দিয়েছে এটি অ্যান্ড টি। এর জেরে তারা ওয়ার্নারের হাতে থাকা এইচবিও, সিএনএন, টিএনটি নেটওয়ার্কের মতো কেব্‌ল টিভি চ্যানেল ও ফিল্ম স্টুডিও-র রাশ হাতে নিতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। প্রসঙ্গত, ওয়ার্নার ব্রাদার্স ফিল্ম স্টুডিওতেই তৈরি ব্যাটম্যান, হ্যারি পটার-এর মতো চলচ্চিত্র।

টাইম ওয়ার্নারকে হাতে নিতে নগদে ও শেয়ারে ৮৫০০ কোটি ডলার মেটাবে এটি অ্যান্ড টি। টাইম ওয়ার্নারের শেয়ার পিছু ১১০ ডলার দর দেওয়ার কথা জানিয়েছে তারা। এটি অ্যান্ড টি-র হাতে থাকা নগদের পরিমাণ যেহেতু ৭২০ কোটি ডলার, সেই কারণে ঋণের সংস্থান করার পথেও হাঁটতে চায় সংস্থা।

Advertisement

সম্প্রতি টেলিকম বহুজাতিকগুলি বিনোদন টেলিভিশনের দুনিয়ায় বড় ভাবে পা রাখতে এগোচ্ছে। সংশ্লিষ্ট শিল্পমহলের ইঙ্গিত, তারা ডিজিটাল টেলিভিশন পরিষেবা বণ্টনের পাশাপাশি সরাসরি হাতে নিতে চায় এই ধরনের বিনোদন চ্যানেল, যাতে গ্রাহকদের তুলনায় কম খরচে পরিষেবা দেওয়া যায়। সেই কারণেই তাদের নজরে ছিল এইচবিও, সিএনএনের মতো চ্যানেল ও ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিও। বস্তুত, গ্রাহকরা এখন অনেক চ্যানেলের বদলে পছন্দসই টেলিভিশন চ্যানেল নিতে চান। কিংবা ওই সব চ্যানেল হাতের মুঠোয় পেতে মোবাইলেই সেগুলি দেখতে চান। সেই কারণেই টেলিকম সংস্থাগুলি আরও বেশি ‘কনটেন্ট’ পেতে টেলিভিশন চ্যানেলের মালিকানা নেওয়ার দিকে এত জোর দিচ্ছে বলে ইঙ্গিত বিশেষজ্ঞদের। তাদের লক্ষ্য, গ্রাহকদের সামনে বাছাই করা চ্যানেল কিছুটা কম খরচে হাজির করা। এ ক্ষেত্রে আর কিছু দিনের মধ্যেই ৫জি প্রযুক্তি বাজারে এলে এটি অ্যান্ড টি-র মতো সংস্থার আরও সুবিধা হবে বলেও দাবি সংশ্লিষ্ট শিল্পের। তাই তারা আগেভাগে বাড়তি কনটেন্ট হাতে রাখতে চ্যানেল অধিগ্রহণে উৎসাহী।

মূলত ওয়্যারলেস ও সাধারণ টেলিফোন পরিষেবা সংস্থা এটি অ্যান্ড টি গত বছরই হাতে নিয়েছে ‘ডিরেক টিভি’-কে, যার মাধ্যমে তারা পা রেখেছে ব্রডব্যান্ড টেলিভিশন পরিষেবায়। রাজস্বের দিক থেকে বিশ্বে বৃহত্তম টেলিকম সংস্থা এটি অ্যান্ড টি চের্নিন গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে পা রেখেছে ভিডিও স্ট্রিমিং সার্ভিসেস
-এর দুনিয়াতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement