আদানির খনি প্রকল্পে অবশেষে সায় অস্ট্রেলিয়ার

পরিবেশগত কারণে বিতর্কে জড়িয়ে পড়়া আদানিদের কয়লা খনন প্রকল্পে অবশেষে সায় দিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের সরকার। প্রবাল প্রাচীরের সুরক্ষার প্রশ্নে এক সময়ে আটকে যাওয়া প্রকল্পে তিনটি খনির লিজ রবিবার হাতে পেল তারা। এর ফলে গ্যালিলি অববাহিকায় ৭৭০ কোটি ডলারের কারমাইকেল খনি প্রকল্পের কাজ শুরু করতে পারবে ভারতের আদানি এন্টারপ্রাইজেস। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি ঝামেলা পুরেপুরি মিটলে তবেই তারা লগ্নির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি, শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০৩:২৬
Share:

পরিবেশগত কারণে বিতর্কে জড়িয়ে পড়়া আদানিদের কয়লা খনন প্রকল্পে অবশেষে সায় দিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের সরকার। প্রবাল প্রাচীরের সুরক্ষার প্রশ্নে এক সময়ে আটকে যাওয়া প্রকল্পে তিনটি খনির লিজ রবিবার হাতে পেল তারা। এর ফলে গ্যালিলি অববাহিকায় ৭৭০ কোটি ডলারের কারমাইকেল খনি প্রকল্পের কাজ শুরু করতে পারবে ভারতের আদানি এন্টারপ্রাইজেস। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি ঝামেলা পুরেপুরি মিটলে তবেই তারা লগ্নির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নির্মাণ কাজ ২০১৭-এ শুরু করতে চায় তারা।

Advertisement

গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি বলেন, ‘‘আমাদের সংস্থার কাছে আজকের দিনটি একটি মাইলফলক। কুইন্সল্যান্ডের সঙ্গে আমরা নিজেদের ভবিষ্যৎকে দীর্ঘ মেয়াদে জড়িয়ে নিতে চাই।’’

প্রকল্পের জট খুলতে গত সপ্তাহে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির অস্ট্রেলিয়া সফরের কোনও ভুমিকা আছে কি না, সে ব্যাপারে সংশ্লিষ্ট মহল মুখ খোলেনি। জেটলি জানিয়েছেন, তাঁর এতে কোনও ভূমিকা নেই। প্রসঙ্গত, ৫ বছর আগে আদানিরা এই প্রস্তাব দিলে পরিবেশবিদরা আপত্তি তোলেন। থমকে যায় প্রকল্প। তবে গত অক্টোবরে অস্ট্রেলীয় সরকার প্রকল্পটিতে নতুন করে অনুমোদন দেয়।

Advertisement

কুইন্সল্যান্ডের খনি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী অ্যান্টনি লিনহ্যাম এ দিন কারমাইকেল প্রকল্পে তিনটি খনির লিজ আদানিদের বণ্টনে সায় দেন। এগুলিতে তাপবিদ্যুৎ তৈরির উপযোগী ১১০০ কোটি টন কয়লা রয়েছে। সে ক্ষেত্রে এটি হবে অস্ট্রেলিয়ার বৃহত্তম খনি প্রকল্প। কুইন্সল্যান্ড প্রদেশের প্রধানমন্ত্রী অ্যানাসটাশিয়া পালাজচুক বলেন, ‘‘উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্প তৈরির সময়ে ৫ হাজারের বেশি মানুষ কাজ পাবেন। প্রকল্প শুরু হওয়ার পরে কর্মসংস্থান হবে ৪ হাজারেরও বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন