Trump Tariffs Effect on Auto Stock

লক্ষ্মীবারে গাড়ির স্টকে মন্দভাগ্য, ট্রাম্পের শুল্ক বাণে সাত শতাংশ কমল অটো-শেয়ারের দাম!

বিদেশ থেকে আমদানি করা গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবে লক্ষ্মীবারে লাফিয়ে লাফিয়ে নামল ভারতীয় গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের দর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৫:০৫
Share:

—প্রতীকী ছবি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির জের। ভারতের বাজারে হু-হু করে কমল গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারের দর। তালিকায় রয়েছে টাটা মোটরস থেকে শুরু করে জাগুয়ার ল্যান্ড রোভার। আগামী কয়েক দিন এই অবস্থা বজায় থাকবে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।

Advertisement

বৃহস্পতিবার, ২৭ মার্চ, বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই জাগুয়ার ল্যান্ড রোভারের মূল সংস্থা টাটা মোটরসের শেয়ারদর ৬.৬১ শতাংশ কমে যায়। দুপুর ২টো নাগাদ এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ৬৭১ টাকায় বিক্রি হয়েছে এর এক একটি স্টক। ওই সময়ে প্রায় ৩৯ টাকা কমে যায় টাটা মোটরসের শেয়ারের দাম। শতাংশের নিরিখে যা ৫.৪০ বলে জানা গিয়েছে।

টাটা মোটরসের পাশাপাশি এ দিন অন্যান্য গাড়ি সংস্থার স্টকের সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। বেলা ১২টা নাগাদ এক শতাংশের বেশি নেমে যায় আইশার মোটরসের শেয়ারের দাম। অন্য দিকে সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফোরজিংস লিমিটেড এবং সংবর্ধনা মাদারসনের স্টকের দরে প্রায় ৪.৫২ এবং ৪.৩৫ শতাংশের পতন দেখা গিয়েছে।

Advertisement

এ ছাড়া দিন ভর লাল জ়োনে থেকেছে ভারত ফোর্জ, সানসেরা ইঞ্জিনিয়ারিং, সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং এবং বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ়ের মতো গাড়িনির্মাণ শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার সূচক। সকাল ৯.৩০ মিনিট নাগাদ নিফটি অটো সূচক নেমেছিল ১.৫ শতাংশ। তবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে গাড়ি রফতানির পরিমাণ বেশ কম। ফলে ট্রাম্পের শুল্কনীতিতে বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে দীর্ঘমেয়াদি ছাপ পড়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement