Bank Holidays during Durga Puja 2023

পুজো শুরু হয়ে গিয়েছে, ব্যাঙ্কের কাজ এখনও বাকি? জেনে নিন দুর্গাপুজোয় কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক

পুজোয় রাজ্যে কবে কবে ব্যাঙ্ক খোলা থাকবে এই নিয়ে অনেকেই চিন্তিত, বুঝতে পারছেন না ব্যাঙ্কের ছুটি কবে থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ২০:২৬
Share:

পুজোয় কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? প্রতীকী ছবি।

মহালয়ার আগে থেকেই এ বার প্যান্ডেলে পুজোর ভিড় শুরু হয়ে গিয়েছে। কেনাকাটা অনেকের প্রায় শেষ, কারও এখনও কিছুটা বাকি। পুজোর আগে ব্যাঙ্কের কাজ বাকি আছে? জেনে নিন পুজোয় কবে কবে খোলা থাকবে ব্যাঙ্ক।

Advertisement

পুজোয় রাজ্যে কবে কবে ব্যাঙ্ক খোলা থাকবে এই নিয়ে অনেকেই চিন্তিত, বুঝতে পারছেন না ব্যাঙ্কের ছুটি কবে থেকে। ২০ অক্টোবর শুক্রবার, অর্থাৎ মহাষষ্ঠীর দিন রাজ্যে খোলা থাকবে সব ব্যাঙ্ক।

২১ অক্টোবর মহাসপ্তমীর দিন তৃতীয় শনিবার পুরো দিন ব্যাঙ্ক খোলা থাকার কথা, কিন্তু পুজো উপলক্ষে অসম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা ছুটি থাকছে ২১ তারিখ। এই তিন রাজ্যে দুর্গাপুজো পালিত হয় বলে ২১ অক্টোবর সপ্তমী থেকে ২৪ অক্টোবর দশমী পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ, চলতি মাসের ২০ তারিখ শুক্রবারের পর আবার ব্যাঙ্ক খুলবে ২৫ অক্টোবর বুধবার। তাই পুজোর আগে ব্যাঙ্কের কোনও কাজ থাকলে সেরে ফেলতে হবে শুক্রবারই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন