ব্যাঙ্ক ধর্মঘটে দেশ জুড়ে ধাক্কা পরিষেবায়

আশঙ্কা মিলিয়েই শুক্রবারের ব্যাঙ্ক ধর্মঘটে সারা দেশে ব্যাহত হল পরিষেবা। ভুগলেন অসংখ্য গ্রাহক। তবে পরিষেবা সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০৩:২১
Share:

আশঙ্কা মিলিয়েই শুক্রবারের ব্যাঙ্ক ধর্মঘটে সারা দেশে ব্যাহত হল পরিষেবা। ভুগলেন অসংখ্য গ্রাহক। তবে পরিষেবা সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গে। এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে তো বটেই, কাজ হয়নি বেশির ভাগ বেসরকারি এবং বিদেশি ব্যাঙ্কেও। ব্যাহত হয়েছে এটিএম পরিষেবা। প্রয়োজনের টাকা তুলতে গিয়ে হয়রানির মুখে পড়েছেন অনেকে। বণিকসভা অ্যাসোচ্যামের হিসেব, ধর্মঘটে দেশে মার খেয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকার লেনদেন।

Advertisement

এটিএমের নিরাপত্তা রক্ষীদের ইউনিয়ন ধর্মঘটের আওতায় পড়ায় তাঁরাও কাজে আসেননি। ফলে অধিকাংশের ঝাঁপই খোলেনি।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের উদ্যোগ ও একটির সঙ্গে আর একটি ব্যাঙ্ককে মেশানোর মতো বেশ কিছু প্রস্তাবের প্রতিবাদেই এই ধর্মঘট ডেকেছিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ)। যার আওতায় ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের ৯টি সংগঠন। তেমনই একটি সংগঠন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর বলেন, ‘‘প্রতিবাদের বিষয়গুলি নিয়ে কেন্দ্র ইতিবাচক পদক্ষেপ না-করলে আরও বড় আন্দোলনে নামব।’’

Advertisement

দেশের অন্যান্য অংশে অবশ্য বেসরকারি ব্যাঙ্কের অনেক শাখা খোলা ছিল। তবে এ রাজ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে বেশ কিছু শাখা খুললেও ধর্মঘটীরা পরে বন্ধ করতে বাধ্য করেন। যদিও অ্যাক্সিস ব্যাঙ্কের কিছু শাখায় কাজ হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন