ATM

দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এটিএম পরিষেবায় ধাক্কা লাগার আশঙ্কা

প্রশ্ন উঠেছে, পাঁচ দিন ব্যাঙ্ক না খুললে প্রয়োজনের সময় এটিএম থেকে টাকা পাবেন তো মানুষ? বিশেষত আপৎকালীন দরকারে কেউ বিপাকে পড়বেন না তো?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৬:৩৭
Share:

—প্রতীকী চিত্র।

আগামী ২৭ জানুয়ারি, মঙ্গলবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী এবং অফিসারদের যৌথ মঞ্চ ইউএফবিইউ। সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি করেছে তারা। ওই দিন ব্যাঙ্কিংয়ের পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাপক ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা। বিশেষত ধর্মঘটের দিন ধরে যেহেতু রাজ্যে পাঁচ দিন টানা ব্যাঙ্ক বন্ধ থাকবে, দেশে চার দিন। ব্যাঙ্ক কর্মীদের সংগঠন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর বলেন, ‘‘ধর্মঘটে শামিল হবেন এটিএম কর্মীরাও। ফলে সেগুলির ঝাঁপ বন্ধ থাকবে। তাই ওই পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা।’’

প্রশ্ন উঠেছে, পাঁচ দিন ব্যাঙ্ক না খুললে প্রয়োজনের সময় এটিএম থেকে টাকা পাবেন তো মানুষ? বিশেষত আপৎকালীন দরকারে কেউ বিপাকে পড়বেন না তো? এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশ্বাস, ‘‘ওই পাঁচ দিন এটিএমগুলিতে টাকা রাখার ব্যবস্থা করব। এটিএম দেখাশোনার বন্দোবস্তও থাকবে।’’

ব্যাঙ্কে পাঁচ দিনের সপ্তাহ চালুর জন্য ২০২৪-এর মার্চে ইউএফবিইউ এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি হয়। ইউএফবিইউ-র আহ্বায়ক সুদীপ দত্ত বলেন, ‘‘তার প্রায় দু’বছর পরেও সরকার তা কার্যকর করছে না। গত বছর ওই দাবির ভিত্তিতে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিলাম। কেন্দ্রীয় শ্রমকমিশনারের মধ্যস্থতায় কেন্দ্রীয় আর্থিক পরিষেবা বিভাগের (ডিঅফএস) সঙ্গে কথার পরে তা প্রত্যাহার করা হয়। ডিএফএস আশ্বাস দিয়েছিল কেন্দ্রের সঙ্গে আলোচনা করে চুক্তি কার্যকর করার ফয়সালা হবে। কিন্তু হয়নি।

ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ন্যাশনালাইজ়ড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন-এর সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, ‘‘খোদ আরবিআই ছাড়াও এলআইসি, জিআইসির মতো সংস্থাগুলির পাশাপাশি কেন্দ্র এবং অনেক রাজ্য সরকারের দফতরে পাঁচ দিনের সপ্তাহ চালু রয়েছে। তাই ব্যাঙ্কেও হওয়া উচিত।’’ চুক্তি সত্ত্বেও ওই নিয়ম না-মানা ব্যাঙ্ক কর্মীদের প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ বলে অভিযোগ আইবকের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়ের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন